সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ ডিসেম্বর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৩ পিএম, ১২ ডিসেম্বর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

২০২২ সালে প্রথম ভারতের মূল্যস্ফীতি ৬ শতাংশের নিচে

২০২২ সালে প্রথমবারের মতো ভারতের খুচরা মূল্যস্ফীতি ছয় শতাংশের নিচে নামলো। বৈশ্বিক খাদ্যপণ্যের দামে নিয়ন্ত্রণ ও সুদের হার বাড়ায় মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এতে সিদ্ধান্ত গ্রহণে নীতি নির্ধারকদেরও কিছুটা সুবিধা হবে। খবর ব্লুমবার্গের। দেশটির পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী, নভেম্বরে ভোক্তা মূল্যস্ফীতি বেড়েছে ৫ দশমকি ৮৮ শতাংশ, যা অক্টোবরে ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।

জাতিসংঘের কর্মকর্তাকে তলব করলো ইন্দোনেশিয়া

বৈবাহিক সম্পর্কের বাইরে অন্য কারও সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে ইন্দোনেশিয়ার সরকার নতুন যে আইন করেছে, তার সমালোচনা করায় জাতিসংঘের এক কর্মকর্তাকে তলব করেছে দেশটির সরকার। সোমবার (১২ ডিসেম্বর) তাকে তলব করা হয়। কিছুদিন আগে জাতিসংঘের ওই কর্মকর্তা ইন্দোনেশিয়ার নতুন আইনকে নাগরিক স্বাধীনতার জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন।

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে গোলাগুলি, ৬ পাকিস্তানি নিহত

আফগান-পাকিস্তান সীমান্তে দেশ দুটির বাহিনীর পাল্টাপাল্টি গুলি ও গোলাবর্ষণে ৬ পাকিস্তানি ও এক আফগান বাহিনীর সদস্য নিহত হয়েছেন। উভয় পক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সূত্রে এ তথ্য জানা গেছে। পাকিস্তান সেনাবাহিনী বলছে, আফগানিস্তানের সীমান্ত বাহিনী বিনা প্ররোচনায় চামান সীমান্ত ক্রসিংয়ে কামান ও মর্টারসহ ভারি অস্ত্র দিয়ে নির্বিচারে হামলা চালিয়েছে। চামান সীমান্ত ক্রসিং পাকিস্তানের পশ্চিম বেলুচিস্তান প্রদেশকে আফগানিস্তানের দক্ষিণ কান্দাহার প্রদেশের সঙ্গে সংযুক্ত করে।

ইয়েমেন যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত বা পঙ্গু হয়: জাতিসংঘ

আট বছর আগে শুরু হওয়া ইয়েমেন যুদ্ধে ১১ হাজারের বেশি শিশু নিহত বা পঙ্গু হয়েছে। সোমবার জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, বিশ্বে সবচেয়ে মানবিক সংকটে থাকা দেশটিতে নিহতের এই প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেছেন, হাজার হাজার শিশু তাদের জীবন হারিয়েছে যুদ্ধে, আরও কয়েক লাখ শিশু স্বাস্থ্যগত কারণে প্রতিরোধযোগ্য রোগ বা অনাহারে মৃত্যুর ঝুঁকিতে রয়েছে।

সরকারবিরোধী বিক্ষোভ: আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান

ইরানে বিক্ষোভের জেরে আরও একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো সোমবার (১২ ডিসেম্বর)। পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ করেন তিনি। দেশটির আদালতের নিজস্ব সংবাদ সংস্থা মিজান জানিয়েছে, নিরাপত্তাবাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালে মজিদ রেজা রাহনাভার্দকে মাশহাদ শহরে ফাঁসি দেওয়া হয় বলেও জানিয়েছে দেশটির বিচার বিভাগ। নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে ছুরিকাঘাত ও হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।

রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার বাহিনীর সদর দপ্তরে ইউক্রেনের হামলা

রাশিয়ার পক্ষে লড়াই করা ওয়াগনার মার্সেনারিদের একটি সদর দপ্তরে হামলা চালিয়েছেন ইউক্রেনের সৈন্যরা। সম্প্রতি রাশিয়া অধিকৃত লুহানস্কের কাদিভকায় শহরের একটি হোটেলে অবস্থান করছিলেন ওয়াগনার বাহিনীর সদস্যরা। রোববার সেখানে আক্রমণ চালায় ইউক্রেনীয় বাহিনী। লুহানস্কের নির্বাসিত গভর্নর সেরহি হাইডাই বলেন, কাদিভকার ওই হোটেলে ইউক্রেনীয় সেনাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ও বেশ কয়েকজন ওয়াগনার মার্সেনারি মারা গেছেন।

বেইজিংসহ চীনের উত্তরাঞ্চলে শীতকালীন বালুঝড়

চীনের রাজধানী বেইজিংসহ উত্তরাঞ্চলের বিশাল এলাকা বালু ও ধুলোয় ঢেকে গেছে। শীতকালীন বালুঝড় শুরু হওয়ায় এসব এলাকায় দূষণের মাত্রাও অত্যাধিক বেড়েছে। খবর সিএনএনের। প্রতিবেদনে বলা হয়, ধুলোর কালো মেঘে বেইজিংয়ে অন্ধকার নেমে এসেছে। যেখানে বায়ুর মানের সূচক পিএম-১০ বিপজ্জনক মাত্রায় পৌঁছেছে, যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।

টুইটারে ফিরলো নীল টিক, গুনতে হবে টাকা

টুইটারে অ্যাকাউন্ট যাচাই বা ভেরিফায়েড করে ‘নীল টিক’ নেওয়ার সুবিধা চালু হয়েছে। সোমবার (১২ নভেম্বর) থেকে মাসে ৮ ডলারের বিনিময়ে আবারও এ সুবিধা চালু করার সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। তবে আইফোনে (আইওএস) এ সেবা নেওয়া গ্রাহকদের গুনতে হবে মাসে ১১ ডলার।

নরওয়ের লেকে মধ্যযুগীয় জাহাজের সন্ধান

নরওয়ের সবচেয়ে বড় লেক এমজোসার তলদেশে শতাধিক বছর আগের একটি জাহাজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। জাহাজটি আবিষ্কারের ফলে লেকের একটি সামুদ্রিক ইতিহাস উন্মোচিত হয়েছে। ধারণা করা হচ্ছে, জাহাজটি ১৩০০ থেকে ১৮০০ সালের দিকের। এমজোসায় একটি প্রকল্প সম্পন্ন করতে গিয়ে গবেষকরা জাহাজটির ধ্বংসাবশেষের খোঁজ পায়। প্রকল্পের লক্ষ্য উচ্চ-রেজোলিউশন সোনার প্রযুক্তি ব্যবহার করে ১৪০ বর্গমাইল (৩৬৩ বর্গকিলোমিটার) লেকের মানচিত্র তৈরি করা।

কাতার বিশ্বকাপে সমর্থকদের কারণে ‘বাড়তি সুবিধা’ পাচ্ছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতবে- এ আশার পালে বাড়তি হাওয়া দিচ্ছে দূর-দূরান্ত থেকে কাতারে যাওয়া হাজার হাজার দর্শক। সমর্থকদের বাঁধভাঙা উল্লাস বাড়তি প্রেরণা জোগাচ্ছে লিওনেল মেসিদের। তাদের কারণেই কানায় কানায় পরিপূর্ণ কাতারের স্টেডিয়ামগুলোতে ঘরের মাঠের মতো সমর্থন পাচ্ছে আর্জেন্টাইন ফুটবল দল। আর্জেন্টিনার বোম্বোনেরা বা মনুমেন্টাল স্টেডিয়ামের মতো ভেন্যুগুলো দর্শকপ্রিয়তার কারণে বিখ্যাত। এবারের বিশ্বকাপে দোহার লুসাইল স্টেডিয়ামেও একই ধরনের পরিবেশ তৈরি করেছিলেন আর্জেন্টিনার সমর্থকরা। নীল-সাদা জার্সি, পতাকায় ভরিয়ে তুলেছিলেন বিশাল স্টেডিয়ামটি।

এসএএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।