সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০২ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
২০২২ সালের চেয়ে কঠিন হবে ২০২৩: আইএমএফ প্রধান
বৈশ্বিক অর্থনীতির জন্য ২০২২ সালের চেয়ে ২০২৩ সাল কঠিনতর হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা। এ বছর বিশ্বের এক-তৃতীয়াংশ অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
কানাডায় বাড়ি কিনতে পারবে না বিদেশি বিনিয়োগকারীরা, আইন কার্যকর
বিদেশি বিনিয়োগকারীদের জন্য দরজা বন্ধ করেছে কানাডা। কারণ বিনিয়োগকারী হিসেবে আপাতত দেশটিতে বাড়ি কেনা যাবে না। ১ জানুয়ারি থেকে কানাডায় নতুন এ আইন কার্যকর হয়েছে। এ আইনে বিদেশি বিনিয়োগকারীদের জন্য দুই বছরের জন্য বাড়ি কেনা নিষিদ্ধ করা হয়েছে। মহামারির পর কানাডায় বাড়ির দাম ব্যাপকভাবে বেড়ে যায়। তাই এই আইনটি পাস করা হয়।
নির্বাচনের আগে গ্রামে গ্রামে রাত কাটাবেন তৃণমূল নেতারা
কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন। আর ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। এ উপলক্ষে আগামী দু’মাস তৃণমূল কংগ্রেসের প্রায় সাড়ে ৩০০ নেতা ১০ দিন করে গ্রামে গ্রামে রাত্রিযাপন করবেন। গ্রামবাসীর অভাব-অভিযোগ শুনবেন তারা। সরকারের সুযোগ-সুবিধা পাচ্ছেন কি না তা সুনিশ্চিত করতে বাড়ি বাড়ি যাবেন তৃণমূলের প্রতিনিধিরা।
মরদেহ থেকে তৈরি হবে জৈব সার, নিউইয়র্কের অনুমোদন
মরদেহ কম্পোজ করে তৈরি হবে জৈব সার, এমন প্রক্রিয়া কার্যকর করার অনুমোদন দিলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই প্রক্রিয়ায় মরদেহ মাটিতে রূপান্তরিত করা সম্ভব। এটিকে পরিবেশবান্ধবও বলা হচ্ছে। ‘ন্যাচারাল অর্গানিক রিডাকশন’ নামে পরিচিত এই পদ্ধতিতে যদি একটি মরদেহ কন্টেইনারে আবদ্ধ অবস্থায় থাকে তাহলে কয়েক সপ্তাহ পর পচে যায়। এভাবে তৈরি হবে জৈব সার।
শপথবাক্যে ব্রাজিল-আমাজনকে বাঁচানোর অঙ্গীকার লুলার
তৃতীয়বারের মতো ব্রাজিলের প্রেসিডিন্ট হিসেবে শপথ নিয়েছেন বামপন্থি নেতা লুলা দ্য সিলভা। শপথবাক্যে তিনি নিজ দেশ ও বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট অ্যামাজনকে বাঁচানোর অঙ্গীকার করেছেন। শপথ নেওয়ার পর তিনি বলেন, সাবেক প্রেসিডেন্ট বলসোনারো ব্রাজিলকে অধপতনের দিকে নিয়ে গেছেন। এমনকি, বলসোনারো অ্যামাজন বন কেটে ফেলার পক্ষে ছিলেন, কিন্তু আমি তার ঘোরবিরোধী। এখন আমার কাজ হলো, ব্রাজিলকে বাঁচানো ও অ্যামাজনকে রক্ষা করা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে হামলায় নিহত ৫
ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজৌরিতে দুই দফা হামলার ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। একই এলাকায় ২৪ ঘণ্টার ব্যবধানে দু’দফা হামলার পর উত্তেজনা বিরাজ করছে। রোববার (১ জানুয়ারি) সন্ধ্যায় রাজৌরি জেলায় তিনটি বাড়িতে বন্দুক হামলায় চারজন নিহত ও অন্তত ৯ জন আহত হন। সোমবারও একই বাড়ির কাছে বিস্ফোরণে এক শিশু নিহত ও আরও চারজন আহত হন।
অন্ধ্রপ্রদেশে সাবেক মুখ্যমন্ত্রীর সভায় পদদলিত হয়ে নিহত আরও ৩
ভারতের অন্ধ্রপ্রদেশে সপ্তাহের ব্যবধানে সাবেক মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু’র সমাবেশে আবারও পদদলিত হয়ে নিহতের ঘটনা ঘটেছে। রোববার (১ জানুয়ারি) হুড়োহুড়িতে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন নারী। রাজ্যের গুন্টুর জেলায় ছিল তেলেগু দেশম পার্টি টিডিপির রাজনৈতিক সমাবেশ। এতে অন্তত ১০ হাজার কর্মী-সমর্থক যোগ দেন।
পারমাণবিক মহড়া নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র-দ. কোরিয়া
যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। যে মহড়ায় মার্কিন পারমাণবিক অ্যাসেটও অন্তর্ভুক্ত থাকবে। উত্তর কোরিয়াকে মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এ তথ্য জানান।
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৯ জন। তাদের মধ্যে দুই শিশুসহ এক নারীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় গোল্ড কোস্টের মূল সমুদ্র সৈকতের সি ওয়ার্ল্ড থিম পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চতুর্থ বিয়ের পাত্রী খুঁজছেন ৬০ সন্তানের বাবা
পাকিস্তানের বেলুচিস্তানের বাসিন্দা সরদার হাজি জান মুহাম্মদ খান। গত রোববার (১ জানুয়ারি) ৬০তম সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করেছেন তিনি। এর মধ্যে পাঁচটি সন্তান মারা গেছে, বাকি সবাই সুস্থভাবে বেঁচে রয়েছে বলে বিবিসি’কে জানিয়েছেন এ পাকিস্তানি নাগরিক। তবে এখনই থেমে যাবেন না, ‘আল্লাহ চাইলে’ তিনি আরও সন্তানের বাবা হতে চান। এ জন্য চতুর্থবার বিয়ে করার পরিকল্পনাও করে ফেলেছেন।
এসএএইচ/এএসএম