পাকিস্তানী বিমানবাহিনীতে জেএফ-১৭

পাকিস্তানের বিমানবাহিনীতে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ৫০টি জেএফ-১৭ জেট যুক্ত করা হয়েছে। পাকিস্তান এ্যারোনটিক্যাল কমপ্লেক্সের (পিএসি) পক্ষ থেকে মঙ্গলবার এ কথা জানানো হয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রচালিত পিএসি’র প্রধান এয়ার মার্শাল জাভেদ আহমেদ জানান, বিমানবাহিনী ইতোমধ্যে ৫০টি জেট গ্রহণ করেছে। বিমানের দ্বিতীয় চালান চলতি মাসেই সরবরাহ করা হবে। পরবর্তী চালানে ৫টি বিমান সরবরাহ করা হবে বলে জানিয়েছেন তিনি।
জেএফ-১৭ জেটগুলো ২০০৯ সাল থেকে চীনা চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (সিএসিসি) সহযোগিতায় নির্মাণ শুরু হয়।
নিজস্ব প্রযুক্তিতে নির্মিত বিমান ভবিষ্যতে বিদেশেও রফতানি করা হবে বলে জানিয়েছেন জাভেদ। তিনি বলেন, বেশ কয়েকটি উন্নয়নশীল দেশ বিমান কেনার আগ্রহ প্রকাশ করেছে। এ ব্যাপারে তাদের সঙ্গে আলোচনা চলছে।