সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৬ জানুয়ারি ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৯ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

এবার হাওয়াইয়ের কিলাউয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত

হাওয়াইয়ের মাওনা লোওয়া আগ্নেয়গিরিতে কয়েক দশক পর সম্প্রতি অগ্ন্যুৎপাত হয়। এবার এর পার্শ্ববর্তী কিলাউয়া আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। সেখানের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ২০২১ সালে কিলাউয়াতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এরপর গত মাসে এর লাভা উদগিরণ বন্ধ হয়। এখন নতুন করে উদগিরণ শুরু হওয়ায় এর শীর্ষে কম্পনের কার্যক্রম বেড়েছে।

দিল্লিতে তাপমাত্রা নামলো ১ দশমিক ৮ ডিগ্রিতে

শীতের দিল্লি এখন টেক্কা দিচ্ছে হিমালয়ের পাহাড়ি শহরগুলোকে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতের রাজধানী শহরের একাধিক জায়গার তাপমাত্রা আড়াই ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে যায়। এদিন আয়াননগরের তাপমাত্রা ছিল ২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু শুক্রবার (৬ জানুয়ারি) তা আরও নেমে ১ দশমিক ৮ ডিগ্রি হয়েছে।

নিত্যদিনের খরচ মেটাতে ক্রেডিট কার্ডে ঝুঁকছে মানুষ

নিত্যদিনের খরচ মেটাতে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের ওপর নির্ভরশীলতা বেড়েছে। ডিসেম্বরে দেশটিতে ক্রেডিট কার্ড ব্যবহারের সংখ্যা দেখলেই তা স্পষ্ট হয়। উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানের পরিবারগুলোর ওপর চাপ বেড়েছে। কারণ নিয়মিত আয় দিয়ে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না।

২০২২ সালে সৌরজগতের বাইরে মিলেছে ২০০ গ্রহের সন্ধান

মহাকাশ বিজ্ঞানীরা ২০২২ সালে আমাদের সৌরজগতের বাইরে ২০০ নতুন গ্রহ বা এক্সোপ্লানেট আবিষ্কার করেছেন। বিষয়টিকে মহাকাশ গবেষণার ক্ষেত্রে বড় ধরনের মাইলফলক বলে আখ্যা দেওয়া হয়েছে।

আফগানিস্তান থেকে তেল উত্তোলন করবে চীনা কোম্পানি

আফগানিস্তানের তালেবান সরকার দেশটির উত্তরাঞ্চলের খনি থেকে তেল খননের জন্য চীনা একটি কোম্পানির সঙ্গে চুক্তি সই করতে যাচ্ছে। ২০২১ সালে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর তালেবানের জন্য এটি হবে কোনো বিদেশি কোম্পানির সঙ্গে করা প্রথম বড় চুক্তি।

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি

আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন ব্রিটিশ রাজপুত্র হ্যারি। তবে এ ঘটনার জন্য তিনি গর্বিত নন, লজ্জিতও নন। খুব শিগগির প্রিন্স হ্যারির একটি আত্মজীবনী প্রকাশিত হতে চলেছে। সেখানেই এই তথ্য রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যমগুলো।

স্ত্রী-সন্তান-শাশুড়িসহ ৭ জনকে হত্যা করে আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে মাইকেল হাইট নামের (৪৫) এক ব্যক্তি স্ত্রী, পাঁচ সন্তান ও শাশুড়িকে গুলি করে হত্যা করেছেন। এরপরে তিনি নিজেও আত্মহত্যা করেছেন। স্ত্রী বিবাহবিচ্ছেদের জন্য আবেদন করায় হতাশা ও ক্ষোভ থেকে এমন ভয়ানক কাজ করেছেন হাইট।

‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন: বাইডেন

ইউক্রেন আগ্রাসনের ১০ মাস পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অর্থোডক্স ক্রিসমাস উপলক্ষে ৩৬ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্টের এ ঘোষণার পর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, ‘অক্সিজেন’ খোঁজার চেষ্টা করছেন পুতিন।

রমজান শুরুর সম্ভাবনা ২৩ মার্চ, রোজা হতে পারে ২৯টি

প্রতি বছর পবিত্র রমজান মাস কবে শুরু হবে তা জানতে অধীর আগ্রহে থাকেন ধর্মপ্রাণ মুসলিমরা। রমজানের শুরুটা চাঁদ দেখার ওপর নির্ভরশীল হলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন রোজা শুরু হয়, সাধারণত বাংলাদেশে হয় তার পরের দিন। ফলে ওইসব দেশে চাঁদ কবে দেখা যেতে পারে তা আগেভাগে জানতে আগ্রহ থাকে সবারই।

তরুণীর দেহ ১২ কিলোমিটার টেনেহিঁচড়ে নেওয়া গাড়ির মালিক গ্রেফতার

ভারতের দিল্লিতে এক তরুণীকে গাড়ির নিচে প্রায় ১০-১২ কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গিয়ে মেরে ফেলার ঘটনায় এবার আশুতোষ নামের গাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

এমএসএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected]m ঠিকানায়।