সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ভারত-বাংলাদেশের মধ্যে বিশ্বের দীর্ঘতম নৌবিহার উদ্বোধন করলেন মোদী
ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে চলাচলকারী বিশ্বের দীর্ঘতম বিলাসবহুল নৌবিহারের উদ্বোধন করলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের উত্তর প্রদেশের বারাণসী থেকে বিহার-পশ্চিমবঙ্গ-বাংলাদেশে হয়ে আসাম পর্যন্ত যাবে এই নৌবিহার। এর মাধ্যমে ভারতের ভারতের পর্যটনের এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী।
দীর্ঘতম নৌবিহার গঙ্গা বিলাসের ভেতরটা কেমন?
বিলাসবহুল গঙ্গা বিলাসে পাঁচ তারকা হোটেলের মতো বিভিন্ন সেবা মিলবে। মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন এতে। রয়েছে ১৮টি লাক্সারি স্যুট। এসব স্যুটে শাওয়ারসহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইভ ভেস্ট, স্প্রিঙ্কলারসহ নানা সুবিধা পাবেন পর্যটকরা।
ইউক্রেনের সোলেডার শহরে ‘বিজয়’ ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সোলেডার শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া। টানা কয়েকদিন ব্যাপক যুদ্ধের পর শুক্রবার (১৩ জানুয়ারি) খনিজ লবণ সমৃদ্ধ শহরটিতে বিজয়ী হওয়ার ঘোষণা দিয়েছে মস্কো। বার্তা সংস্থা রয়টার্স ও সিএনএনের খবরে এ তথ্য জানানো হয়েছে।
শ্রীলঙ্কায় ইস্টার সানডে হামলা: ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেবেন তৎকালীন প্রেসিডেন্ট
শ্রীলঙ্কায় ২০১৯ সালের আলোচিত ইস্টার সানডে বোমা হামলা প্রতিরোধে ব্যর্থতার জন্য তৎকালীন প্রেসিডেন্ট ও সরকারের শীর্ষস্থানীয় চার কর্মকর্তাকে দায়ী করেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আগেই বিশ্বাসযোগ্য তথ্য থাকা সত্ত্বেও শত শত প্রাণহানি আটকাতে তারা ব্যর্থ হয়েছেন বলে জানিয়েছেন লঙ্কান সুপ্রিম কোর্ট। এ কারণে তাদের ব্যক্তিগত তহবিল থেকে বোমা হামলায় ভুক্তভোগীদের মোটা অংকের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত।
ব্রাজিলের নিরাপত্তা বাহিনীতে বোলসোনারো অনুগতদের বাদ দেবেন লুলা
ব্রাজিলের নিরাপত্তা বাহিনী থেকে সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারো অনুগতদের বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা। সম্প্রতি দেশটিতে সরকারবিরোধী তাণ্ডব চালাতে সহযোগিতা করার অভিযোগে এ সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে বোলসোনারো সমর্থকদের মধ্যে কারা কারা প্রেসিডেন্ট প্রাসাদে তাণ্ডব চালাতে সহযোগিতা করেছেন, তা খতিয়ে দেখতে শুরু করেছেন তদন্তকারীরা।
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৬ জনের মৃত্যু
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য অ্যালাবামায় টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) আঘাত হানে শক্তিশালী এ টর্নেডো। এতে সেখানে ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সেলমার মেয়র জানিয়েছেন, টর্নেডোর আঘাতে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এটিকে ভয়াবহ ক্ষতি হিসেবে উল্লেখ করেছেন তিনি।
ইরানে বিক্ষোভ প্রশমনে কৌশলী খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। দেশটিতে হিজাব না পরার কারণে গত ১৩ সেপ্টেম্বর ২২ বছর বয়সী মাহসা আমিনিকে তেহরান থেকে আটক করে নৈতিকতা পুলিশ। আটকের পর গত ১৬ সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মাহসা আমিনির। এ ঘটনার প্রতিবাদে ব্যাপক আন্দোলন শুরু হয় ইরানজুড়ে।
ভারতের দুই কাশির সিরাপ সেবনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
ভারতে তৈরি কাশির সিরাপ অ্যাম্ব্রোনল ও ডক-১ ম্যাক্স সেবনের বিষয়ে সতর্কবার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সম্প্রতি উজবেকিস্তানে ভারতীয় কোম্পানি ম্যারিয়ন বায়োটেকের ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে শিশু মৃত্যুর ঘটনায় এ সতর্কবার্তা দিলো সংস্থাটি। আরেকটি সিরাপ হলো, একই কোম্পানির ‘অ্যামব্রোনল’।
উটের ‘সুন্দরী’ প্রতিযোগিতা, এবার জয়ী হলো ইরাক
সৌদিতে হয়ে গেলো ‘কিং আব্দুল আজিজ ক্যামেলস ফেস্টিভ্যাল।’ এবারের প্রতিযোগিতায় অংশ নিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের ৩২টিরও বেশি উট। তবে প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অর্জন করেছে ইরাকের উট।
ব্রিটিশ-ইরানি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে তেহরান
ইরানের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরির মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি নিচ্ছে ইরান। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির কাছে এমন অভিযোগ তুলে ধরে তার পরিবারের।
কর্মীদের সঙ্গে খেতে বসার ছবি তুলেই উঠে গেলেন এমপি
দিনটা মোটেও ভালো গেলো না বীরভূমের তৃণমূল সংসদ সদস্য শতাব্দী রায়ের। প্রথমে পড়লেন বিক্ষোভের মুখে, এরপর বিতর্কের। অবশ্য বিতর্কের কারণটা তার নিজেরই তৈরি। এদিন দলীয় কর্মসূচি শেষে কর্মী-সমর্থকদের সঙ্গে খেতে বসেছিলেন তিনি। প্লেটে দেওয়া হয়েছিল ভাত-মাংস। কিন্তু সেগুলো সামনে নিয়ে খেতে বসার ছবি তোলা শেষ হতেই উঠে যান শতাব্দী। একটি ভাতও মুখে তোলেননি তিনি।
কেএএ/এএসএম