সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ জানুয়ারি ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
দিল্লিকে পেছনে ফেলে আবারও দূষিত শহরের শীর্ষে ঢাকা
কয়েক দিন ধরে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে আসছে ঢাকা। সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ২৮৯ নিয়ে দূষিত শহরের তালিকায় বাংলাদেশের রাজধানী শীর্ষে অবস্থান করে। এর আগের দুইদিনও একই রকম পরিস্থিতি দেখা যায়। যদিও এই তালিকা ওঠানামা করছে।
পাকিস্তানজুড়ে বিদ্যুৎবিভ্রাট, বড় ঘটনা নয় বললেন বিদ্যুৎমন্ত্রী
তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যেই পাকিস্তানে ব্যাপক লোডশেডিং বা বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় থেকে জানানো হয়, জাতীয় বিদ্যুৎ গ্রিডের ফ্রিকোয়েন্সি কমে যাওয়ায় সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে এ বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। দেশটির বিদ্যুৎমন্ত্রী খুররম দস্তগীর বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে যখন সিস্টেমগুলো চালু করা হয়, তখন দেশের দক্ষিণাঞ্চলের দাদু ও জামশোর শহরের কোথাও কোথাও কম্পাঙ্কের তারতম্য ও ভোল্টেজের ওঠানামা চোখে পড়ে। ফলে বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিটগুলো একে একে বন্ধ হয়ে যায়।
দেশের জনসংখ্যা বাড়াতে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান কিশিদার
দীর্ঘদিন ধরে নিম্ন জন্মহার সংক্রান্ত সমস্যায় ভুগছে জাপান। একাধিক সন্তান নিতে প্রণোদনা দেওয়া সত্ত্বেও এ সমস্যা থেকে পরিত্রান পাচ্ছে না দেশটি। এমন পরিস্থিতিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দেশের ক্রমহ্রাসমান জন্মহার মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। সোমবার (২৩ জানুয়ারি) পার্লামেন্ট অধিবেশন শুরুর আগে দেশের জন্মহার বাড়াতে সরকারের কী কী পদক্ষেপ নেওয়া উচিত সে সম্পর্কে বক্তব্য দেন। সেসময় তিনি দেশটির দীর্ঘমেয়াদি এ সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দেন।
এস্তোনিয়ার রাষ্ট্রদূতকে রাশিয়া ছাড়ার নির্দেশ
এস্তোনিয়ার রাষ্ট্রদূত মার্গাস লাইদ্রেকে ৭ ফেব্রুয়ারির মধ্যে রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে ক্রেমলিন। সোমবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর রাশিয়ার রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন লাইদ্রে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সোমবার লাইদ্রেকে ডেকে নিয়ে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। সাম্প্রতিক পরিস্থিতিতে রাশিয়ার প্রতি অবন্ধুসূলভ আচরণ করেছে এস্তোনিয়া। তাছাড়া দেশটি উদ্দেশ্যমূলকভাবে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে। ফলে দেশটির রাষ্ট্রদূতকে নিজ দেশে চলে যেতে বলা হলো।
স্বরাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করলেন নেতানিয়াহু
স্বরাষ্ট্র ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আরিয়েহ ডেরিকে বরখাস্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু। দেশটির আদালতের এক আদেশের পর তিনি এই পদক্ষেপ নেন। খবর আল-জাজিরার। রোববার (২২ জানুয়ারি) ইসরায়েলের মন্ত্রিসভার এক বৈঠক হয়। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আরিয়েহ ডেরিকে সরিয়ে দেওয়ার ঘোষণা আসে।
চলন্ত ট্রেনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, টিটিই গ্রেফতার
খোদ টিটিই’র ষড়যন্ত্রে চলন্ত ট্রেনে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। মাদক মেশানো পানি খাইয়ে অচেতন করে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয় বলে দাবি নির্যাতিতার। উত্তরপ্রদেশের লিংক এক্সপ্রেসের এসি কোচের এই ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ভুক্তভোগীর অভিযোগেরভিত্তিতে টিটিই’কে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের খোঁজে চলছে জোর তল্লাশি।
ক্যালিফোর্নিয়ায় গুলির ঘটনায় হামলাকারী নিহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি নাচের স্টুডিওতে গুলির ঘটনায় জড়িত হামলাকারী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৭২ বছর বয়সী হামলাকারীর নাম হু ক্যানন ট্র্যান। পুলিশ জানায়, হামলাকারী একটি সাদা রঙের ভ্যানের মধ্যে নিজেই নিজেকে গুলি করেছে। এর আগে রোববার ওই ভ্যানটিকে ঘিরে রেখেছিল পুলিশ। এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন নেই বলে জানানো হয়েছে।
ইস্তাম্বুলে বৃহত্তম লাইব্রেরি উদ্বোধন এরদোয়ানের
২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তাম্বুলের রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর ‘রামি লাইব্রেরি’ তৈরি করা হয়েছে। যা তুরস্ক, ইউরোপ এবং বিশ্বের বৃহত্তম গ্রন্থাগারগুলোর মধ্যে একটি। এই লাইব্রেরিতে সব বয়সী দর্শকদের মিলনস্থল হবে। এখানে শিশু-কিশোর, যুব, প্রাপ্তবয়স্ক, বিশেষ, আতাতুর্ক ও পাণ্ডুলিপির জন্য রয়েছে আলাদা বিভাগ।
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা, দুই শিশুসহ নিহত ১১
থাইল্যান্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাতে দেশটির মধ্যাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। সোমবার (২৩ জানুয়ারি) সংবাদ সম্মেলনের মাধ্যমে থাইল্যান্ড পুলিশ এসব তথ্য জানায়। স্থানীয় উদ্ধারকারী দলের স্বেচ্ছাসেবক সদস্য নিখোম সিউন বলেন, দুর্ঘটনার পর ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে পুরো ভ্যানে আগুন লেগে যায়। এর কয়েক সেকেন্ড পরেই ভ্যানটি বিকট শব্দে বিস্ফোরিত হয়।
একের অধিক সন্তান জন্ম দিলে নারীদের আর্থিক পুরস্কার
ভারতের অধিকাংশ রাজ্যে যখন জনবিস্ফোরণ তখন উল্টো চিত্র সিকিমে। তাই জনসংখ্যা বাড়াতে এই রাজ্যে অভিনব পদক্ষেপ নিয়েছে সিকিম সরকার। বলা হয়েছে, রাজ্যের সরকারি নারীকর্মীরা যদি দুটি বা তার বেশি সন্তানের জন্ম দেন, তাহলে তাদের পুরস্কৃত করা হবে। সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাঙ এই বিশেষ ক্ষেত্রে নারীদের জন্য স্পেশাল ইনক্রিমেন্টের প্রস্তাব রেখেছেন। যদি দ্বিতীয় সন্তানের জন্ম দেন, তাহলে এক দফা ইনক্রিমেন্ট। তৃতীয় সন্তানের জন্ম হলে আবারও আর্থিক পুরস্কার।
এসএএইচ/এএসএম