ত্রিপুরা বিধানসভা নির্বাচন

টানটান উত্তেজনায় চলছে ভোট গণনা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০২ মার্চ ২০২৩
ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোট গণনা

ত্রিপুরা প্রতিনিধি

টানটান উত্তেজনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকে শুরু হয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের দুই রাজ্যসহ ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এদিন সকাল ৮টায় প্রথমে শুরু হয় পোস্টাল ব্যালটের ভোট গণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের মোট ২১টি গণনাকেন্দ্রের প্রতিটিতেই বিজেপি এগিয়ে রয়েছে।

রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমি স্ট্রং রুমে ১৪টি নির্বাচনকেন্দ্রের ইভিএম ভোট গণনা চলে। আরও ২০টি কেন্দ্রে চলে ষাট আসনের অবশিষ্ট ৪৬টি আসনের ভোট গণনা। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেলা ১১টা পর্যন্ত অধিকাংশ গণনাকেন্দ্রে দ্বিতীয় রাউন্ড, এমনকি তৃতীয় রাউন্ডের গণনা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়া যায়। এখানেও বিজেপিকে এগিয়ে থাকতে শোনা গেছে।

আরও পড়ুন>> জীবিত থাকতে মেলেনি পেনশন, আদালতের হস্তক্ষেপে পেলো পরিবার

গণনার রায় শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে, তা বুঝে উঠতে পারছেন না কেউই। তাই সংঘাতের আশঙ্কায় রাজ্যের অধিকাংশ হাট-বাজার ও রাস্তাঘাট ছিল জনশূন্য। দেখা যায়, প্রায় সবার নজরই টিভি না হয় মুঠোফোনের পর্দায়।

হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে এদিন দিনের শুরুতে পিছিয়ে থাকতে দেখা গেছে রাজ্যটির মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহাকে। টাউন বড়দোয়ালী আসন থেকে প্রার্থী হন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, ধনপুর আসনে দুই থেকে তিনশ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

আরও পড়ুন>> নির্বাচন পরবর্তী সন্ত্রাস মোকাবিলার উদ্যোগ, আসছেন গণনা পর্যবেক্ষক

এদিকে, আগরতলা আসনে পিছিয়ে থাকতে দেখা যায় বিজেপির প্রার্থী পাপিয়া দত্তকে। এ আসনে দুই হাজার ভোটে এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী সুদীপ রায় বর্মন। বনমালীপুর আসনেও এগিয়ে রয়েছেন কংগ্রেসের প্রার্থী গোপাল চন্দ্র রায়। এ আসনে বিজেপির মনোনীত প্রার্থী রাজ্য বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য।

তবে বেলা ১১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৪টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। ২০টি আসনে এগিয়ে রয়েছে বাম-কংগ্রেস জোট মনোনীত প্রার্থীরা। তিপ্রা মথা প্রার্থীদেরও বেশ কয়েকটি আসনে ১০ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন>> উন্নয়ন ধরে রাখতে ফের বিজেপিকে দরকার: মোদী

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।