অভিবাসীদের কল্যাণে কানাডায় এক বছরে জনসংখ্যা বেড়েছে ১০ লাখ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৩ মার্চ ২০২৩
ফাইল ছবি

কানাডায় জনসংখ্যা বাড়ার রেকর্ড হয়েছে। অভিবাসীদের কল্যাণেই এমন পরিসংখ্যান সামনে এসেছে। দেশটিতে ২০২২ সালে যে সংখ্যক অভিবাসী গেছে তা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। খবর সিএনএনের।

বুধবার (২২ মার্চ) কানাডার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, গত বছর দেশটিতে নাগরিকের সংখ্যা ১০ লাখের বেশি বেড়েছে। উত্তর আমেরিকার এই দেশটির বর্তমান জনসংখ্যা চার কোটি ছুঁই ছুঁই।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার ইতিহাসে এই প্রথম ১২ মাসে ১০ লাখের বেশি জনসংখ্যা বাড়লো।

১৯৫৭ সালের পর দেশটির জনসংখ্যা বাড়ার সর্বোচ্চ রেকর্ড ছিল ২ দশমিক সাত শতাংশ। যদিও ওই সময় কানাডায় জনসংখ্যা বাড়ে তিন দশমিক তিন শতাংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন পরিস্থিতি দেখা যায়।

নতুন এই জনসংখ্যা বাড়ার কারণও বিদেশিরা। এক্ষেত্রে আন্তর্জাতিক অভিবাসী রয়েছে ৯৬ শতাংশ।

এই পরিসংখ্যান এমন এক সময় সামনে এল যখন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডায় পৌঁছেছেন। সেখানে জাস্টিন ট্রুডোর সঙ্গে সীমান্তের সমস্যা নিয়ে আলোচনা করবেন।

প্রতিবেদনে বলা হয়, যেখানে অন্যান্য উন্নত দেশ জনসংখ্যার ধীর বৃদ্ধি দেখছে সেখানে জি-৭ দেশগুলোর মধ্যে দ্রুত বৃদ্ধি দেখছে কানাডা।

এমএসএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।