সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০৭ মে ২০২৩
আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
অবশেষে আরবলীগে ফিরছে সিরিয়া
সিরিয়ার সদস্য পদ ফিরেয়ে দিতে রাজি হয়েছে আরবলীগ। এ বিষয়ে একমত পোষণ করেছে আরবলীগভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। ১০ বছরেরও বেশি সময় আগে আরবলীগ থেকে সিরিয়ার সদস্য পদ বাতিল করা হয়। ইরাকি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
পাকিস্তানে পিটিআইয়ের মিছিল থেকে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ
ধর্মদ্রোহিতার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠলো ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। আফগানিস্তান সীমান্ত লাগোয়া এই এলাকা অত্যন্ত রক্ষণশীল বলে পরিচিত। সেখানেই ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর একটি মিছিলে এই ঘটনা ঘটে।
কাঁচা বাদামের মতো র্যাপ গান গেয়ে চা বিক্রি
কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুরের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকর। কাঁচা বাদাম গান গেয়ে তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি।
ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত
ইউক্রেনে অব্যাহত রয়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পাল্টা হামলার অনুমানের মধ্যেই এ হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণাঞ্চলের মাইকোলাইভ।
ভিয়েতনামে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড
ভিয়েতনামে উচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। শনিবার দেশটিতে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা ২০১৯ সালের রেকর্ড তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে। ভিয়েতনামের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
থমথমে ভারতের মণিপুর, রাষ্ট্রপতি শাসনের দাবি কংগ্রেসের
ভারতের মণিপুর রাজ্যে এখনো সহিংসতা অব্যাহত রয়েছে। গত বুধবার থেকে চলতে থাকা সংঘাতে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হয়েছে। বহু জায়গায় জারি রয়েছে কারফিউ। বন্ধ ইন্টারনেট। এই পরিস্থিতিতে বিজেপি শাসিত উত্তর-পূর্বের রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন কংগ্রেস নেতা শশী থারুর।
দক্ষিণ কোরিয়া সফরে জাপানের প্রধানমন্ত্রী
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে সফর করছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। সেখানে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়োন সুক ইয়োলের সঙ্গে সাক্ষাত করবেন তিনি। উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মধ্যেই এই দুই নেতার সাক্ষাৎ দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও মজবুত করবে বলে ধারণা করা হচ্ছে। খবর আল জাজিরার।
আলবার্টার প্রাদেশিক নির্বাচনে জোর প্রচারণা
কানাডার আলবার্টার প্রাদেশিক নির্বাচনে জোর প্রচার-প্রচারণা শুরু হয়েছে। আগামী ২৯ মে এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনে সরকারি দল কনজারভেটিভ পার্টি এবং প্রধান বিরোধী দল এনডিপির মধ্যে তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
মশাবাহিত রোগে আক্রান্তে শীর্ষে পশ্চিমবঙ্গ
রাতে মশা দিনে মাছি এই নিয়ে বেঁচে আছি। এই বাক্য একেবারে অক্ষরে অক্ষরে পালন করছে ভারতের পশ্চিমবঙ্গ। আর কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে। তবে এই গরমেও রাজ্যজুড়ে মশার উৎপাত কম নয়। এরই মধ্যে পশ্চিমবঙ্গে মশাবাহিত রোগের প্রকোপ নিয়ে উদ্ধেগের বিষয়টি সামনে এলো।
সৌদির মধ্যস্থতায় সুদানে দুপক্ষের বৈঠক
আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলীয় দেশ সুদানে লড়াইরত দুই পক্ষকে মীমাংসা বৈঠকে বসাতে সক্ষম হয়েছে সৌদি সরকার। সুদানে কীভাবে বেসামরিক শাসন ফিরিয়ে আনা হবে, মূলত তা নিয়েই সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) প্রধান মোহাম্মদ হামদান হেমেডটি দাগালোর দ্বন্দ্ব থেকে এই লড়াইয়ের সূত্রপাত। তবে সম্প্রতি তারা দুজনের তাদের প্রতিনিধিদের রিয়াদে পাঠিয়েছেন বলে জানা গেছে।
কানাডার আলবার্টায় শতাধিক দাবানল, জরুরি অবস্থা জারি
কানাডার পশ্চিমাঞ্চলীয় আলবার্টা প্রদেশে দাবানলের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। পুরো পশ্চিমাঞ্চল জুড়েই দাবানল ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যেই প্রায় ২৫ হাজার মানুষ নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।
এমএসএম/এএসএম