শনাক্তে শীর্ষে দক্ষিণ কোরিয়া, মৃত্যু বেশি জার্মানিতে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮ এএম, ২৬ মে ২০২৩
ছবি: সংগৃহীত

বিশ্বে মহামারি করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমণ ও মৃত্যু দুটোই কমেছে। এসময়ে ১২৬ জনের মৃত্যু আর সংক্রমিত হয়েছেন ৩৪ হাজার ৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত বিশ্বে মোট মৃত্যু বেড়ে ৬৮ লাখ ৮২ হাজার ৬৯৩ জন এবং শনাক্ত বেড়ে ৬৮ কোটি ৯২ লাখ ৫৬ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৬৪ হাজার ৫৯০ জন। এ পর্যন্ত মোট সেরে উঠেছেন ৬৬ কোটি ১৬ লাখ ৪১ হাজার ৪৮২ জন।

শুক্রবার (২৬ মে) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ দক্ষিণ কোরিয়ায় আর দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে জার্মানি। দৈনিক প্রাণহানির তালিকায় জার্মানির যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোর মতো দেশগুলোর অবস্থান।

আারও পড়ুন: পরবর্তী মহামারির জন্য সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৯ হাজার ৮০ জন এবং মারা গেছেন ১৭ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ১৬ লাখ ১১ হাজার ৫০৯ জন এবং মারা গেছেন ৩৪ হাজার ৭৩৬ জন।

একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৬৫৯ জন এবং মারা গেছেন ১৮ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১০ কোটি ৭০ লাখ ৮১ হাজার ৬৫৫ জন এবং মারা গেছেন ১১ লাখ ৬৪ হাজার ৯৩৪ জন।

জার্মানিতে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ৬৩৫ জন এবং মারা গেছেন ৩৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ৩ কোটি ৮৪ লাখ ২৫ হাজার ৮১১ জন এবং মারা গেছেন ১ লাখ ৭৪ হাজার ২০৯ জন।

আরও পড়ুন: এখনো করোনাভাইরাসে প্রতি চার মিনিটে একজনের মৃত্যু

মেক্সিকোতে একদিনে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১৮ জন। মহামারির পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত ৭৬ লাখ ১৪ হাজার ৭৭১ জন এবং মোট মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ১০৭ জন।

বিশ্বের অন্য দেশগুলোর মধ্যে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে সংক্রমিত ৪ হাজার ২২০ জন; ইন্দোনেশিয়ায় শনাক্ত ৬১৯ জন এবং মারা গেছেন ৬ জন; ভিয়েতনামে শনাক্ত ১ হাজার ১৭৫ জন এবং মারা গেছেন ১ জন; ফিলিপাইনে শনাক্ত ১ হাজার ৮৫৪ জন এবং বুলগেরিয়ায় শনাক্ত ১০৮ জন এবং মারা গেছেন ৫ জন।

এমকেআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।