কেকের দোকানে চুরি করতে গিয়ে ধরা, পুলিশ বললো ‘শুভ জন্মদিন’

সুস্বাদু কেকের রাজ্যে ঢুকে হয়তো মাথা নষ্ট হয়ে গিয়েছিল তাদের। কেকের দোকানে ঢুকে চুরি শেষে ‘জন্মদিন উদযাপনে’ মেতে উঠেছিল দুই যুবক। একের পর এক কেক খেয়ে, মাখামাখি করে ভোররাতে পালিয়ে যায় তারা। কিন্তু শেষরক্ষা হয়নি। দোকানের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে দুজনের কাণ্ড। পরে গ্রেফতার। এরপর জেলবন্দি দুই সন্দেহভাজনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ‘জন্মদিনের শুভেচ্ছা’ জানায় পুলিশ।
গত সপ্তাহে ঘটনাটি ঘটে ভারতের আসামে। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, গভীর রাতে জোরহাটের মণীষা বেকারিতে চুরির উদ্দেশ্যে ঢুকেছিল গিটলু গগৈ এবং সঞ্জয় পট্টনায়ক। দোকানটির সিন্দুকে মাত্র ১২ হাজার রুপি পায় তারা। এরপর একটি ওষুধের দোকান লুটের পরিকল্পনা ছিল দুই যুবকের। কিন্তু কেকের মায়ায় জড়িয়ে পড়ে তারা!
আরও পড়ুন>> ভালোবেসে জড়িয়ে ধরায় থেমে গেলো ডাকাতি!
দারুণ সব কেকের গন্ধে ওষুধের দোকানে চুরির পরিকল্পনা বাতিল করে দেয়। পরিবর্তে একের পর এক সুস্বাদু কেক খেতে শুরু করে। কেক হাতে নিয়ে ছবি তোলে। জন্মদিন উদযাপনের ঢঙে কেক গায়ে মাখামাখি, ছোড়াছুড়ি করতে থাকে। পরে ভোররাতে পালিয়ে যায় দুজন।
BIZARRE: ‘Happy Birthday Boys’ inside the Police Lock-up! Two thieves broke into a bakery in Jorhat - a town in Assam.
— truth. (@thetruthin) May 26, 2023
According to the CCTV footage, the thieves were seen ‘playing’ with cakes and other bakeries inside the store. Both of them ate biscuits, cake and clicked… pic.twitter.com/8lCrmavsFt
কিন্তু গোটা দৃশ্যই রেকর্ড হয় দোকানের সিসিটিভি ক্যামেরায়। অভিযোগ পেতেই তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে দুই যুবককে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন>> অপহরণকারীকে গুলতি মেরে ছোট বোনকে বাঁচালো ১৩ বছরের বালক
তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া একটি মোবাইল ফোন। ওই ফোনেই পাওয়ায় যায় দোকানের মধ্যে তাদের ‘জন্মদিন উদযাপনের’ ছবি, যা তারা নিজেরাই তুলেছিল। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে পুলিশ। মজার ছলে তার ক্যাপশনে লেখা হয়, ‘শুভ জন্মদিন, ছেলেরা’।
সূত্র: নিউজ১৮, সংবাদ প্রতিদিন
কেএএ/