সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ৪ জুন ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের দাবি রেলমন্ত্রীর
ভারতের উড়িষ্যায় ভয়াবহ রেল দুর্ঘটনায় সিবিআই তদন্ত দাবি করলেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ২৮৮ জন।
মোখার পরে আসছে যেসব ঘূর্ণিঝড়
সম্প্রতি বাংলাদেশ ও মিয়ানমারে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় মোখা। মিয়ানমারেই নিহত হয়েছে শতাধিক। ভেসে গেছে উপকূলীয় অঞ্চলের ঘরবাড়ি। মোখা নাকি মোচা। ঘূর্ণিঝড়ের নাম নিয়েও বিস্তর বিতর্ক তৈরি হয়েছিল। তবে মোখা নামটি দিয়েছে ইয়েমেন, যা সেখানকার কফি ও বন্দর মোখার সঙ্গে সম্পর্কযুক্ত।
ট্রেন দুর্ঘটনা কেড়ে নিল একই পরিবারের তিনজনের প্রাণ
ভারতের উড়িষ্যার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা কেড়ে নিয়েছে একই পরিবারের তরতাজা তিন যুবকের প্রাণ। এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের দক্ষিণ২৪ পরগনা জেলার শুধুমাত্র বাসন্তীতেই পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে।
বিশ্বভারতীর অধ্যাপকের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে আইনি লড়াই চলার মধ্যেই নারী গবেষকের শ্লীলতাহানি ও তাকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আরও বিতর্কে জড়িয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়।
সুয়েজ খালে তেলবাহী জাহাজের ইঞ্জিন বিকল, যান চলাচল ব্যাহত
সুয়েজ খালে একটি তেলবাহী জাহাজ ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে। জাহাজটি কোনো দিকেই যেতে পারছে না। এতে সেখানে যানজট তৈরি হয়েছে। তবে আটকে পড়া জাহাজটি সরিয়ে নিতে এরই মধ্যে তিনটি টাগবোট মোতায়েন করা হয়েছে। রোববার (৪ জুন) সুয়েজ খাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলা, আহত ১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বৈশাখী নামের একটি বাংলাদেশি রেস্তোরাঁয় বন্দুক হামলার ঘটনায় একজন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৩ জুন) বিকেলে কুইন্সের অ্যাস্টেরিয়াতে অবস্থিত রেস্তোরাঁটিতে অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান বন্দুকধারী এক ব্যক্তি।
সিঙ্গাপুরে বিভিন্ন দেশের গোয়েন্দা প্রধানদের গোপন বৈঠক
চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার যেকোনো সংঘাত ‘বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে। আর তাই সংঘাত রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বেইজিং।
সোমালিয়ায় উগান্ডার ৫৪ সেনা নিহত
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটিতে আল-শাবাবের হামলায় উগান্ডার ৫৪ সেনা নিহত হয়েছে। উগান্ডার প্রেসিডেন্ট ইয়োয়েরি মুসেভেনি এক ঘোষণায় এ তথ্য নিশ্চিত করেন।
‘চীন-যুক্তরাষ্ট্রের সংঘাত বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয় ডেকে আনবে’
চীনের প্রতিরক্ষা মন্ত্রী লি শাংফু বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার যেকোনো সংঘাত ‘বিশ্বের জন্য অসহনীয় বিপর্যয়’ ডেকে আনবে। আর তাই সংঘাত রোধে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বেইজিং।
ভারতের ট্রেন দুর্ঘটনায় জো বাইডেনের দুঃখ প্রকাশ
ভারতের ট্রেন দুর্ঘটনায় মর্মাহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে তিনি ভয়াবহ এ ট্রেন দুর্ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নতুন মন্ত্রিসভা ঘোষণা করলেন এরদোয়ান
তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। এরদোয়ানের মন্ত্রিসভায় সাবেক প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেহমেত সিমসেককে অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে।
এমএসএম/জিকেএস