সিরিয়ায় ৩ তুর্কি সেনা নিহত


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ০৯ ডিসেম্বর ২০১৪

সিরিয়া সীমান্তের সানলির্ফা প্রদেশে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় মঙ্গলবার তুরস্কের তিন সেনা নিহত হয়েছেন। দেশটির গণমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে। খবর আলজাজিরার।

সংবাদ সংস্থা আনাতোলিয়াকে দেওয়া বক্তব্যে সানলির্ফার মেয়র ইজ্জেতিন কুচুক বলেন, সিলানপিনার জেলায় নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালনরত অবস্থায় ওই সেনাদের গুলি করে হত্যা করা হয়।

তিনি আরও বলেন, কোথা থেকে এবং কারা এ হামলা চালিয়েছে তা এখনো নিশ্চিত নয়। এ ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।
বার্তা সংস্থা দোগান-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার এক গ্রাম থেকে গুলি ছোড়া হয়। এ ঘটনার পরপরই ওই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তুর্কি সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।