সাপের পেটে মানুষ (ভিডিও)

ঘোষণা দিয়েছিলেন বিরাট এ্যানাকোন্ডার পেটে যাওয়ার। বেশ আগ্রহ নিয়েই বিশ্বের প্রায় ৪১ লাখ লোক তা দেখতেও বসেন। কিন্তু শেষে হতাশ হতে হয়েছে অনেককেই। কারণ, সাপের পেটে যাওয়ার আগেই মৃত্যুভয়ে চলে এলেন পল রসোলি।
আমাজনসহ বিশ্বের নানা বন ও প্রাণীর বিপর্যয়ের হুমকিতে যারপরনাই দুঃখ ভারাক্রান্ত ২৭ বছর বয়সী পরিবেশবাদী রসোলি। এ কারণে প্রচারণাস্বরূপ এ্যানাকোন্ডার পেটে যাওয়ার মতো দুঃসাহসিক সিদ্ধান্ত নেন তিনি।
পরিবেশবাদী সংগঠন পিইটিএ’র সহায়তায় নির্মিত ‘ইটেন এ্যালাইভ’ নামে ভিডিওটি যুক্তরাষ্ট্র সময় রবিবার ডিসকভারি চ্যানেলে দেখানো হয়। ভিডিওতে দেখা গেছে, বিশেষ পোশাক পরিহিত অবস্থায় রসোলি ২০ ফুট লম্বা এ্যানাকোন্ডার সামনে দাঁড়ান। কিন্তু এ সময় এ্যানাকোন্ডাটি তাকে দেখে পালিয়ে যেতে চায়।
এক পর্যায়ে এ্যানাকোন্ডাটিকে খেপিয়ে তুললে সেটা রসোলিকে পেঁচিয়ে ধরে। কিছুক্ষণ পর রসোলির দম বন্ধ ও হাড় ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে সে তাকে উদ্ধারে অন্যদের সঙ্গে যোগাযোগ করে। তখন সাপের পেটে যাওয়ার আগেই তাকে উদ্ধার করা হয়।
ভিডিওটি দেখার পর সামাজিক গণমাধ্যমে অনেকেই হতাশা ও পিইটিএ’র কার্যক্রমের সমালোচনা করেছেন। এমনকি এ্যানাকোন্ডাটি মানুষকে গিলে খাওয়ার মতো বড় ছিল না বলেও মন্তব্য করেন অনেকে। রসোলির মতো বিশেষ পোশাক পরা মানুষকে গিলতে হলে অন্তত ২৫ ফুট লম্বা এ্যানাকোন্ডা দরকার।
ফেসবুকে অনেকে লিখেছেন, ভিডিওটির নাম ‘ইটেন এ্যালাইভ’ রাখার কোনো সার্থকতা নেই। অযথাই সময় নষ্ট করলাম। ডিসকভারি কর্তপক্ষ অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। - এপি/ডেইলিমেইল