আর্থিক খাতে বিরামহীন হরিলুট চলছে : রিজভী


প্রকাশিত: ০৬:০৮ এএম, ১৪ মার্চ ২০১৬

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আর্থিক সেক্টরে বিরামহীনভাবে হরিলুট চলছে। সোমবার সকালে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মোলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, এর আগেও হাজার কোটি টাকা লুট হওয়ার পর তখন অর্থমন্ত্রী বলেছিলেন চার হাজার কোটি টাকা তেমন বড় অংক নয়। এবার বাংলাদেশ ব্যাংকের আটশ কোটি টাকা চুরির পর তিনি বলছেন কিছুই জানেন না।

সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, গৃহস্থের বদলে চোরের নিরিপত্তা দিলে এসব ঘটনা ঘটাই স্বাভাবিক। তার মতে কেবল অর্থমন্ত্রী আর বাংলাদেশ ব্যাংকের গভর্নরই নন, বর্তমান অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ক্ষমতা থেকে সরে গেলেই এমন বিশৃঙ্খলা এড়ানো সম্ভব।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের টাকা হ্যাকড হওয়ার সঙ্গে সরকারের রাঘব বোয়ালরা জড়িত বলেও উল্লেখ করেন তিনি।

এমএম/এমএমজেড/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।