ঢাকা-১৭ আসনে দোকানদার-রিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ২৬ জানুয়ারি ২০২৬
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দোকানদার, রিকশা ও অটোরিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে/ছবি সংগৃহীত

ঢাকা-১৭ আসনে সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক নিয়ে এই আসনে নির্বাচন করবেন।

সোমবার (২৬ জানুয়ারি) প্রচারণার পঞ্চম দিনে রাজধানীর গুলশান, বনানী ও নিকেতন এলাকায় তার পক্ষ থেকে দোকানদার, রিকশা ও অটোরিকশাচালকদের মাঝে গেঞ্জি বিতরণ করা হয়েছে।

ঢাকা-১৭ আসনে প্রচার-প্রচারণা উপকমিটির উপদেষ্টা আবুল কাশেম অনুষ্ঠানে উপস্থিত থেকে গেঞ্জি বিতরণ করেন।

তিনি জনগণের কাছে তারেক রহমানের জন্য ভোট ও দোয়া কামনা করেন। এসময় ধানের শীষ প্রতীকধারী সব প্রার্থীর জন্যও সমর্থন ও দোয়া প্রার্থনা করা হয়।

প্রচারণা কমিটির অন্য সদস্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমন্বয়ক শাকিল আহমেদ, সদস্য মির্জা সম্রাট, রেজা, মো. ফরিদ ও ইঞ্জিনিয়ার এনামুল হক। গবেষক কাজী বাশার নবাবসহ আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কেএইচ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।