সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ০২ আগস্ট ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০২ আগস্ট ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

শ্রীলঙ্কায় ১০ মাসে মূল্যস্ফীতি কমলো ১০ গুণ, জনগণের স্বস্তি
অর্থনৈতিক সংকটের ধাক্কা একটু একটু করে কাটিয়ে উঠছে শ্রীলঙ্কা। আর তার সুফল পেতে শুরু করেছে দেশটির জনগণ। মাত্র এক মাসের ব্যবধানে গত জুলাইয়ে দ্বীপরাষ্ট্রটিতে মূল্যস্ফীতির হার নেমে এসেছে প্রায় অর্ধেকে। তারচেয়েও চমকপ্রদ তথ্য হলো, গত সেপ্টেম্বরে যখন শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট চরমে, তখন মূল্যস্ফীতির হার দাঁড়িয়েছিল রেকর্ড ৬৯ দশমিক ৮ শতাংশে। কিন্তু পরের ১০ মাসে সেই মূল্যস্ফীতি ১০ গুণেরও বেশি কমিয়ে এনেছে লঙ্কান সরকার।

ইউক্রেনের ওডেসা বন্দর-শস্য ভাণ্ডারে রাশিয়ার হামলা
ইউক্রেনের ওডেসা বন্দর এবং শস্য ভাণ্ডারে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বুধবার (০২ জুলাই) সকালের দিকে এই হামলা চালানো হয়। টেলিগ্রামের এক পোস্টে আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেন, বেশ কিছু স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিপার জানান, হামলার কারণে ওডেসা বন্দরের বেশ কিছু স্থাপনায় আগুন ধরে যায়।

নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা, ফের অভিযুক্ত ট্রাম্প
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি নির্বাচনের ফলাফল উল্টে দিতে চেয়েছিলেন। এ নিয়ে তৃতীয়বারের মতো আনুষ্ঠানিকভাবে ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেন তিনি।

১৪০ বছরের রেকর্ডভাঙা বৃষ্টি চীনে, ২০ জনের মৃত্যু
১৪০ বছরের মধ্যে রেকর্ড পরিমাণ বৃষ্টি দেখলো চীন। রাজধানী বেইজিংয়ে প্রবল বৃষ্টিতে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২৭ জন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বেইজিংয়ের উপকণ্ঠে শনিবার থেকে বুধবার সকাল পর্যন্ত ৭৪৪ দশমিক ৮ মিলিমিটার (২৯ দশমিক ৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে যা ১৮৯১ সালের পর সর্বোচ্চ।

৯২ বছর বয়সে দৌড়ালেন ৪২ কিমি, গড়লেন বিশ্বরেকর্ড
ম্যাথিয়া অ্যালানস্মিথ আর দশজন সাধারণ বৃদ্ধার মতো নন। তিনি হলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী, যিনি পুরো ম্যারাথন সম্পন্ন করেছেন। ২০২২ সালে ম্যাথিয়া যখন হনোলুলু ম্যারাথনের শেষপ্রান্ত স্পর্শ করেন, তখন তার বয়স ছিল ৯২ বছর ১৯৪ দিন। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ম্যারাথন সম্পন্ন করার বিশ্বরেকর্ড নিজের করে নেন তিনি।

আইভিএফ সেন্টারের আড়ালে ভয়ংকর শিশুপাচার চক্র
কলকাতায় ভয়ংকর শিশুপাচার চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। তদন্তকারীরা বলছেন, আইভিএফ সেন্টারের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল রমরমা শিশুপাচারের ব্যবসা। দালাল মারফত শিশু বিক্রি হয়ে কয়েক দফায় হাতবদলের পর পৌঁঝে যাচ্ছিল ক্রেতাদের কাছে। মোটা দামে শিশু কিনছিলেন নিঃসন্তান দম্পতিরা। এই চক্রের সন্দেহভাজন ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পারস্য উপসাগরে ইরানের সামরিক মহড়া
নিজেদের সামরিক শক্তি প্রদর্শন ও দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষমতার প্রমাণ দিতে পারস্য উপসাগরে সামরিক মহড়া শুরু করেছে ইরানের ইসলামি বিপ্লবী বাহিনীর নৌ শাখা। বুধবার (২ আগস্ট) আবু মুসা দ্বীপে স্থানীয় কর্তৃপক্ষের পাশাপাশি আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ও আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী-রেজা তাংসিরিসহ একদল সামরিক কমান্ডার-কর্মকর্তাদের উপস্থিতিতে মহড়া শুরু হয়।

নতুন উত্তেজনায় চীন-যুক্তরাষ্ট্র
মাইক্রোচিপ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বন্দ্ব ও উত্তেজনার মধ্যেই নতুন পদক্ষেপ নিলো বেইজিং। সম্প্রতি সেমিকন্ডাক্টর তৈরির প্রধান দুটি উপাদান রপ্তানির ওপর চীন যে বিধি-নিষেধ আরোপের ঘোষণা দিয়েছিল তা কার্যকর হতে যাচ্ছে। বেইজিং প্রশাসনের নতুন এই নীতি অনুসারে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশটি থেকে কোথাও গ্যালিয়াম ও জার্মেনিয়াম রপ্তানির জন্য বিশেষ লাইসেন্সের প্রয়োজন হবে।

চাল রপ্তানি: ভারতের নিষেধাজ্ঞার সুবিধা নেবে পাকিস্তান
চাল রপ্তানির ওপর সম্প্রতি নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। অর্থাৎ দেশটি নন-বাসমতি চাল রপ্তানি করবে না। এমন খবরের মধ্যেই চাল রপ্তানি বাড়ানোর ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। রাইস এক্সপোর্ট অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের চেয়ারম্যান চেলা রাম কেওলানি বলেছেন, গত অর্থ বছরে পাকিস্তান ৩৭ লাখ টন চাল রপ্তানি করেছে। যার মূল্য ছিল ২ দশমিক ১৪ বিলিয়ন ডলার। বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মধ্যেও তারা এই পরিমাণ চাল রপ্তানি করে।

পশ্চিমবঙ্গের কারাগারে বাংলাদেশিসহ ২৭৭৫২ জন বন্দি
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে ২৭ হাজার ৭৫২ জন জেলবন্দী আছেন। তাদের মধ্যে বাংলাদেশিসহ বিদেশি বন্দি ১৬০ জন। একথা জানিয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। ভারতে অবৈধ অনুপ্রবেশ বা অন্য কোনো কারনে ভারতের প্রশাসনের হাতে আটক হয়ে পরে আদালতের নির্দেশে পশ্চিমবঙ্গের বিভিন্ন কারাগারে বন্দি রয়েছে বহু বিদেশিসহ বাংলাদেশি নাগরিকরা।

কেএএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।