সামাজিক মাধ্যমে ট্রাম্পের গ্রেফতারের ছবি ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৯ পিএম, ২৫ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের পর মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু গ্রেফতারের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ট্রাম্প নিজেও এক্স-এ ছবিটি পোস্ট করেছেন। প্রায় আড়াই বছর পর মাইক্রো ব্লগিং সাইটটিতে এমন পোস্ট দেখে প্রতিক্রিয়া দিতে ভুললেন না ইলন মাস্ক।

গত সপ্তাহে ট্রাম্পকে অভিযুক্তের তকমা দেয় জর্জিয়ার আদালত। তার বিরুদ্ধে অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ফোন করে ফলাফল পালটানোর নির্দেশ দেন ট্রাম্প। এই ঘটনার ঠিক ৪ দিন পরেই জো বাইডেনের শপথগ্রহণ অনুষ্ঠানে তাণ্ডব চালায় ট্রাম্পের অনুসারীরা।

আরও পড়ুন>এবার চন্দ্রাভিযানের পথে জাপান

সবমিলিয়ে মোট ১৯ জনকে অভিযুক্তের তালিকায় রাখা হয়। আটলান্টার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করবেন ট্রাম্প, তা আগেই জানা ছিল। সেইমতোই বৃহস্পতিবার আদালতে পৌঁছে যান তিনি এবং গ্রেফতার হন। পরে অবশ্য শর্তসাপেক্ষে জামিন পান।

ট্রাম্পের ছবি শেয়ার করে ইলন মাস্ক লিখেছেন নেক্সট লেভেল। ২০২১ সালের জানুয়ারি মাসে শেষবার এই মাইক্রো ব্লগিং সাইটে অ্যাকটিভ ছিলেন তিনি। আর কামব্যাক করেই নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গ্রেফতারের ছবি দিয়ে সাড়া ফেলে দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

আরও পড়ুন>৮ মাসে ২৫ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

২০২১ সালে টুইটারের নিয়ম লঙ্ঘন করায় তাকে এই প্ল্যাটফর্ম থেকে সাসপেন্ড করা হয়েছিল। উসকানিমূলক পোস্টের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। তবে মাস্ক টুইটার কিনে নেওয়ার পর ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আর এবার মাস্ককেই চমকে দিলেন ট্রাম্প।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।