নিজের বেতন বাড়ানোর দাবি পাকিস্তানের রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:০৩ পিএম, ৩০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

পাকিস্তানে চলছে অর্থনৈতিক সংকট। সম্প্রতি সবকিছুর দাম বেড়ে আকাশচুম্বী হয়েছে। এমন পরিস্থিতে নিজের বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি। সরকারি নথি অনুযায়ী, ২০২১ সালের ১ জুলাই থেকে কার্যকর ও ২০২৩ সালের ১ জুলাই থেকে কার্যকর অর্থাৎ এই দুই ধাপে বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি।

পাকিস্তানের রাষ্ট্রপতি আরিফ আলভি বর্তমানে ৮ লাখ ৪৬ হাজার ৫৫০ পাকিস্তানি রুপি বেতন পান। কিন্তু তিনি এখন ওই দুই ধাপেই বেতন বাড়ানোর দাবি জানিয়েছেন। ২০২১ সালের জুলাই থেকে প্রতিমাসে ১০ লাখ ২৪ হাজার ৩২৫ রুপি ও ২০২৩ সালের জুলাই থেকে প্রতিমাসে ১২ লাখ ২৯ হাজার ১৯০ পাকিস্তানি রুপি করার দাবি জানিয়েছেন তিনি।

চলতি মাসের শুরুর দিকে তার সামরিক সচিবের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিবের কাছে একটি চিঠি দিয়েছেন। এতে রাষ্ট্রপতির বেতন বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

আশা করা হচ্ছে, তার বেতন বাড়ানোর বিষয়টি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। যদি তার এই দাবি কার্যকর করা হয় তাহলে অনেক অর্থ তিনি বকেয়ো হিসেবেও পাবেন।

এদিকে তোশাখানা মামলার সাজা স্থগিত করে ইমরান খানের জামিনের আদেশ দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। তবে এখনই জামিন মিলছে না পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর। কারণ সাইফার মামলায় তাকে ফের গ্রেফতার দেখানো হয়েছে।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। তা নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

গত ৫ আগস্ট তোশাখানা মামলায় পাকিস্তানের এই সাবেক প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা দিয়েছিল নিম্ন আদালত। এর পাশাপাশি ১ লাখ রুপি জরিমানাও করা হয়েছিল তাকে। বলা হয়েছিল, অনাদায়ে আরও ৬ মাস কারাগারে থাকতে হবে তাকে ও পাঁচ বছর কোনো নির্বাচনে লড়তে পারবেন না তিনি।

কিন্তু শেষপর্যন্ত ইসলামাবাদ হাইকোর্ট তার সাজা স্থগিত করে জামিনে মুক্তির নির্দেশ দেয়। যদিও তাতে এখনই স্বস্তি মিলছে না। কারণ অন্য মামলায় ইমরান খানকে ফের গ্রেফতার দেখানো হয়েছে।

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।