সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৩ সেপ্টেম্বর ২০২৩
বন্যা-খরায় ৬৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হারাবে বাংলাদেশসহ ৪ দেশ
প্রতিকূল আবহাওয়ার কারণে ভয়ংকর হুমকির মুখে রয়েছে এশিয়ার পোশাক রপ্তানিকারক দেশগুলো। কেবল তীব্র দাবদাহ এবং বন্যার কারণে ২০৩০ সালের মধ্যে সাড়ে ছয় হাজার কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হারাতে পারে এ অঞ্চলের চারটি দেশ, যার মধ্যে বাংলাদেশ একটি। সম্প্রতি লন্ডনভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা শ্রোডারস এবং নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি পরিচালিত এক যৌথ গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।
লিবিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি
সময়ের সঙ্গে সঙ্গে লিবিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। এরই মধ্যে জানা গেছে, মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেরনা শহরে মরদেহ উদ্ধারে এখনও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির তামের রামাদান বলেন, নিহতের সংখ্যা অনেক এবং তা কয়েক হাজারে পৌঁছাতে পারে।
ভিয়েতনামে বহুতল ভবনে আগুন, শিশুসহ নিহত ১০
ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে অবস্থিত একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এর মধ্যে চারজনই শিশু। এছাড়া ওই দুর্ঘটনায় আরও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে।
ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাশিয়ার অধিকৃত ক্রিমিয়া দ্বীপে ১০টি ক্ষেপণাস্ত্র ও তিনটি মনুষ্যবিহীন নৌযান দিয়ে শক্তিশালী হামলা চালিয়েছে ইউক্রেন। রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরকে লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত দুটি নৌযান ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন দুই ডজন মানুষ। রুশ নৌবহরের ওপর ইউক্রেনের অন্যতম সফল হামলা বলে ধরা হচ্ছে এটিকে।
‘পবিত্র যুদ্ধে’ রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি কিমের
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে বৈঠক হয়েছে। সেখানে কিম পুতিনকে ‘পবিত্র যুদ্ধে’ (ইউক্রেন যুদ্ধ) রাশিয়ার প্রতি পূর্ণ ও শর্তহীন সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
মিসরের স্কুলে নেকাব নিষিদ্ধ, জোর করা যাবে না হিজাবেও
মিসরের স্কুলগুলোতে ছাত্রীদের নিকাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সরকার। হিজাব পরতেও কাউকে বাধ্য করা যাবে না বলে ঘোষণা দিয়েছে তারা। হিজাব-নেকাব বিষয়ে গত সোমবার একটি বিজ্ঞপ্তি জারি করেছেন মিসরীয় শিক্ষামন্ত্রী রেদা হেগাজি। এতে বলা হয়েছে, শিক্ষার্থীরা স্কুলে তাদের চুল ঢাকবে কি না, সেটি তাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তবে কোনোভাবেই মুখ ঢাকা যাবে না।
ভারতে কমেছে মূল্যস্ফীতি
চলতি বছরের আগস্টে বার্ষিকভিত্তিতে ভারতে খুচরা মূল্যস্ফীতি কমে ৬ দশমিক ৮৩ শতাংশে দাঁড়িয়েছে। জুলাইতে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিল ৭ দশমিক ৪ শতাংশে। বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) এমন তথ্য প্রকাশ করেছে ভারত সরকার। তবে বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পণ্যের দাম বেশি থাকায় সেপ্টেম্বরে মূল্যস্ফীতির হার বেশিই থাকবে।
রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর উঠে গেলো ট্রাক, নিহত ১১
বাসের তেল ফুরিয়ে গিয়েছিল। তাই বাস থেকে নেমে জাতীয় সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন যাত্রীরা। এসময় হঠাৎ একটি ট্রাক এসে পড়ে তাদের ওপর। চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১১ জন বাসযাত্রীর। আহত হয়েছেন আরও অন্তত ১২জন। স্থানীয় সময় ভোর সাড়ে ৪টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের ভরতপুরে।
নিপা ভাইরাস/ কেরালায় বাড়ছে সংক্রমণ, সতর্কতা জারি
ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। দুই সপ্তাহের ব্যবধানে দুজনের মৃত্যুর ঘটনায় ওই রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে চলতি মাসের শুরুর দিকে এবং অপরজন মারা গেছেন গত ৩০ আগস্ট।
রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বর খুঁজছেন মার্কিন তরুণী
ডেটিং অ্যাপে খুঁজতে খুঁজতে ত্যক্ত-বিরক্ত হয়ে গেছেন। কোনোভাবেই মনের মানুষ পাচ্ছেন না, যাকে স্বামী বানাতে পারেন। এ কারণে শেষমেষ প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় নেমে পড়েছেন মার্কিন তরুণী। তাতে লেখা, ‘স্বামী খুঁজছি’। এমন অদ্ভুত উপায়ে তার জীবনসঙ্গী খোঁজার চেষ্টা সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেএএ/জিকেএস