সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৩ সেপ্টেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

সৌদির সঙ্গে ঐতিহাসিক চুক্তি নিয়ে আশাবাদী নেতানিয়াহু

জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে ভাষণ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাষণে তিনি সৌদি আরবের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন।

ভারতকে তদন্তে সহযোগিতা করতে বললো যুক্তরাষ্ট্র

কানাডায় খালিস্তানি আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ্জার হত্যার তদন্তে সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এই বিতর্কে বিবদমান দুই পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, তারা এ বিষয়ে ‘জবাবদিহিতা’ নিশ্চিত করতে চান।

পাকিস্তানের প্রায় ১০ কোটি মানুষ দরিদ্র, সতর্ক করলো বিশ্বব্যাংক

পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বব্যাংক। অতিরিক্ত ব্যয় কমানো এবং অপ্রচলিত খাত থেকে কর সংগ্রহ বাড়াতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য দেশটির সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক দাতা সংস্থাটি।

রাশিয়া-উ. কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ

সম্প্রতি রাশিয়া সফর করেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এসময় দেশ দুইটির মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশ দুইটির মধ্যে এমন সহযোগিতামূলক কার্যক্রমে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

অনির্দিষ্টকালের জন্য রাশিয়ার তেল রপ্তানি বন্ধ, ভুগবে বেশিরভাগ দেশ

মাত্র চারটি বাদে বিশ্বের বাকি সব দেশে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে রাশিয়া। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সই করা এক ডিক্রিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে চীন: নিকি হ্যালি

ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী নিকি হ্যালি বলেছেন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির নেতারা এ যুদ্ধে জয়ী হতে চান। এমনকি, দক্ষিণ এশিয়ার দেশটিকে তিনি বিশ্ব ও যুক্তরাষ্ট্রের জন্য ‘বিশাল হুমকি’ বলেও আখ্যা দিয়েছেন তিনি।

দুবাইয়ে তৈরি হচ্ছে পানির নিচে বিশ্বের প্রথম মসজিদ

উঁচু উঁচু অত্যাধুনিক ভবন, আলোকোজ্জ্বল বিশাল শপিংমল, কৃত্রিম দ্বীপ, নামিদামি গাড়ির জন্য পরিচিত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় শহর দুবাই। এবার এ শহরে পানির নিচে তৈরি হচ্ছে মসজিদ।

সৌদির অর্থনীতি ট্রিলিয়ন ডলারের ক্লাবে

প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে সৌদির অর্থনীতি। দেশটির মোট দেশীয় উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এমন অর্জন দেখলো দেশটি। সৌদির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস।

সিগারেট নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য

সিগারেট নিষিদ্ধ করতে পারে যুক্তরাজ্য। এমন পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছেন দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মূলত পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতেই এমন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ব্রিটিশ সরকারের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চার মাসের মধ্যে সর্বনিম্ন

ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গত প্রায় চার মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) তথ্য অনুযায়ী, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ টানা দ্বিতীয় সপ্তাহে কমেছে ও ১৫ সেপ্টেম্বর সপ্তাহ শেষে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৮৬০ মিলিয়ন মার্কিন ডলার কমে ৫৯৩ দশমিক ০৪ বিলিয়ন ডলারে নেমে গেছে।

এমএসএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।