যাত্রা শুরু করলো এস কিউব


প্রকাশিত: ১১:১৫ এএম, ২৭ মার্চ ২০১৬

মিডিয়ায় বিভিন্ন শাখার কাজের জন্য আর্ন্তজাতিক মানের প্রশিক্ষিত মডেল, অভিনয়শিল্পী ও কলাকুশলী র্নিমাণের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করল এস কিউব এজেন্সি’র এস কিউব ইন্সটিটিউট অফ বাংলাদেশ (এস আই বি)।

প্রতিষ্ঠানটি থেকে মিডিয়া স্ট্যাডি বিভাগের স্কুল অব ফ্যাশন এবং অ্যাকটিং থেকে তরুণ-তরুণীরা র্যাম্প মডেলিং ও অভিনয়ের নানান বিষয়গুলো যেমন; রানওয়ে, প্রিন্ট মডেলিং এবং এগুলি সর্ম্পকে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ নেয়া ছাড়াও যাপিতজীবনে নিজেকে নান্দিকভাবে উপস্থানের জন্য হালফ্যাশনের বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে প্রশিক্ষণ নিতে পারবে। তিন মাস মেয়াদী এই প্রশিক্ষণে থাকছে দেশি ও বিদেশি প্রশিক্ষকদের কাছ থেকে প্রশিক্ষিত হওয়ার সুযোগ।

নতুন এই উদ্যোগ প্রসঙ্গে এস কিউব এজেন্সির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান শামস্ হাসান কাদির বলেন, ‘আমি অনেক দিন ধরেই মিডিয়ায় মডেলিং ও অভিনয় করি। কাজ করতে গিয়ে দেখেছি আমাদের মিডিয়াতে অনেক মেধাবী ও স্মার্ট তরুণ-তরুণী কাজ করতে আসে কিন্তু সঠিক প্রশিক্ষণ ও দিক নির্দেশনার অভাবে এই তরুণ-তরুণীদের আমাদের মিডিয়া হারাচ্ছে। ফলে মিডিয়ায় প্রতিনিয়ত মানসম্পন্ন কাজের সংখ্যা কমছে। তাছাড়া আমাদের ভুলে গেলে চলবে না, আমরা এখন গ্লোবাল ভিলেজে বাস করছি। তাই এখন শুধুমাত্র কেবল বাংলাদেশের স্ট্যান্ডার্ডের কথা চিন্তা করে আমাদের কাজ করলে চলবে না। আমাদের মিডিয়ার সকল শাখায় এখন আর্ন্তজাতিকমানের কাজ করতে হবে। এখনি সেই সময়। সে লক্ষ্যেই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি।’

S Qube
প্রতিষ্ঠানটির পরিচালক জনাব জোবায়ের মল্লিক বলেন, ‘বাংলাদেশের ১৬ কোটি জনগণ যা আমাদের একটি বড় মানব সম্পদ। এই সম্পদকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য নতুন কোনো খাত তৈরি হচ্ছেনা। এছাড়াও যে সকল খাতগুলো রয়েছে সেই খাতগুলোর সঠিক ব্যবহার হচ্ছেনা। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে তরুণদেরকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তি তৈরি করতে। যেন তারা মিডিয়া জগতসহ অন্যান্য কর্মসংস্থানের নতুন খাতগুলোতেও ভূমিকা রাখতে পারে।’

এস কিউব ইন: অফ বাংলাদেশ এস কিউব এজেন্সির একটি উদ্যোগ। তাদের সহযোগী হিসেবে রয়েছেন পনি এসোসিয়েশন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।