সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৪ নভেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ২৪ নভেম্বর ২০২৩

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিন। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

১২ থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস

যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ১২ জন থাই নাগরিককে মুক্তি দিয়েছে হামাস। শুক্রবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টায় তাদের মুক্তি দেওয়া হয়। থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাভিসিন এ তথ্য নিশ্চিত করেছেন।

ইথিওপিয়ায় অনাহারে অর্ধশতাধিক মানুষ, ৪ হাজার গবাদিপশুর মৃত্যু

ভয়াবহ খরার ফলে সৃষ্ট খাদ্যাভাবের প্রভাবে ইথিওপিয়ার উত্তর টাইগ্রে ও আমহারা অঞ্চলে ৫০ জনেরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া খাদ্যের অভাবে ওই অঞ্চলের প্রায় চার হাজার গবাদিপশুও মারা গেছে। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ ইথিওপিয়াকে খাদ্য সহায়তা দেওয়া স্থগিত করার পর এ মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

ভিসা ছাড়াই চীনে যেতে পারবে যে ছয় দেশের নাগরিক

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন ও মালয়েশিয়ার নাগরিকদের চীনে প্রবেশের ক্ষেত্রে কোনো ভিসার প্রয়োজন হবে না। আগামী ১ ডিসেম্বর থেকে এ সুবিধা চালু হবে। বহাল থাকবে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত।

পেরুর আন্দিজ হিমবাহের অর্ধেক বরফ গলে গেছে

গত ছয় দশকে পেরুর হিমবাহ পৃষ্ঠের অর্ধেকেরও বেশি গলে গেছে। ২০১৬ থেকে ২০২০ সালে অর্থাৎ মাত্র চার বছরের মধ্যে দেশটির ১৭৫টি হিমবাহ বিলুপ্ত হয়ে গেছে। আর এর একমাত্র কারণ জলবায়ু পরিবর্তন। এই গলনের ফলে বৈশ্বিক তাপমাত্রায় বড় ধরনের প্রভাব পড়বে।

যুদ্ধবিরতির আগে গাজায় স্কুলে হামলা, নিহত ৩০

যুদ্ধবিরতি শুরু হওয়ার আগে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে জাতিসংঘের অধিভুক্ত একটি স্কুলে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। আর তাতে নিহত হয়েছে অন্তত ৩০ জন। শুক্রবার (২৪ নভেম্বর) ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এ তথ্য জানায়।

যুদ্ধবিরতির পর গাজায় ঢুকছে ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতি কার্যকরের পর গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশ করতে শুরু করেছে বলে জানিয়েছেন রাফা ক্রসিংয়ের কর্মকর্তারা। বলা হয়েছে, মিশর থেকে রাফা ক্রসিং দিয়ে গাজায় মানবিক সহায়তা নিয়ে বেশ কিছু ট্রাক প্রবেশ করছে।

দিল্লি থেকে স্থায়ীভাবে দূতাবাসের কার্যক্রম গুটালো আফগানিস্তান

ভারত থেকে দূতাবাসের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে আফগানিস্তান। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। শুক্রবার (২৪ নভেম্বর) আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ভারত সরকারের ক্রমাগত চ্যালেঞ্জ’-এর মুখে তারা দূতাবাস বন্ধের সিন্ধান্ত নিয়েছে।

স্কুলের বাইরে ছুরি হামলাকে কেন্দ্র করে ডাবলিনে দাঙ্গা

স্কুলের ঠিক বাইরেই ছুরি নিয়ে হামলা চালালো এক দুষ্কৃতকারী। হামলায় তিন শিশুসহ আহত হন চারজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে। দোকানপাট লুট, বাস-গাড়ি জ্বালিয়ে দেওয়া, পুলিশের ওপর হামলা। বাদ গেলো না কিছুই। বিক্ষোভকারীদের দাবি, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের তাড়াতে হবে আয়ারল্যান্ড থেকে।

যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থীকে গাড়ির মধ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে ফের এক ভারতীয় শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। গাড়ির ভেতরে গুলিবিদ্ধ হন ভারতীয় ওই শিক্ষার্থী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে চলতি মাসের শুরুর দিকে এই ঘটনা ঘটেছে।

ঘরে বিষাক্ত সাপ ছেড়ে স্ত্রী-সন্তানকে হত্যা!

চলছে দাম্পত্য কলহ। আর তাতেই অতিষ্ঠ হয়ে ঘরে বিষাক্ত সাপ ছেড়ে দিয়েছিলেন এক ব্যক্তি। সেই সাপের কামড়ে মৃত্যু হয়েছে তার স্ত্রী ও দুই বছরের শিশু সন্তানের। অবিশ্বাস্য হলেও ভারতের ওড়িশা রাজ্যে এমন ঘটনা ঘটেছে। ‘ধর্মীয় উদ্দেশে ব্যবহার’ করার কথা বলে এক সাপুড়ের কাছ থেকে বিষাক্ত ওই সাপটি কিনেছিলেন ওই ব্যক্তি।

এসএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।