বড়দিনের জনপ্রিয় উপহার ড্রোন


প্রকাশিত: ১১:২৬ এএম, ২৫ ডিসেম্বর ২০১৪

খ্রিস্টানদের সবচে বড়ো ধর্মীয় অনুষ্ঠান বড়দিনে চকলেটসহ নানা জিনিস উপহার দেওয়া হয় কিন্তু ব্রিটেনে এবারের বড়দিনে একটি জনপ্রিয় উপহার হচ্ছে ড্রোন।

বহু মানুষই ক্রিসমাসের শুভেচ্ছা হিসেবে আরকে জনকে চালক-বিহীন ছোট্ট এই বিমানটি উপহার দিচ্ছে। তবে কর্তৃপক্ষ রিমোট চালিত এই বিমান উড়ানোর ব্যাপারে লোকজনকে সতর্ক করে দিয়েছে।

সিভিল এভিয়েশন বা বিমান চলাচল কর্তৃপক্ষ লোকজনকে খুব সাবধানে এই ড্রোন উড়াতে বলেছে, অন্যথায় তাদেরকে বিচারের মুখোমুখি হওয়ার জন্যেও সতর্ক করে দিয়েছে। যেসব ড্রোন ৬শো মিটারেরও বেশি উঁচুতে উড়তে পারে সেগুলোর বেশ কয়েকবারই বাণিজ্যিকভাবে পরিচালিত বিমানের সঙ্গে ধাক্কা লেগে যাওয়ার উপক্রম হয়েছিলো। কিন্তু অল্পের জন্যে শেষ পর্যন্ত সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।

কিছু কিছু এলাকায় এই ড্রোন উড়াতে গেলে যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয়। কেউ যদি নির্বিচারে উড়ায় তাহলে তার ৮,০০০ ডলার পর্যন্ত জরিমানাও হতে পারে। খবর: বিবিসি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।