পলাতক মাদক কারবারির ৮ বছরের সাজা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ২৯ জুলাই ২০২৫
ফাইল ছবি

দুই লাখ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য কেনাবেচার অভিযোগের মামলায় মনিরুজ্জামান রুবেল (২৬) নামে এক আসামিকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার আদালত।

মঙ্গলবার (২৯ জুলাই) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী এ রায় দেন।

রায়ে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডও দিয়েছেন আদালত। আসামি বর্তমানে পলাতক আছেন।

সংশ্লিষ্ট আদালতের কৌসুলি মু. আব্দুল নূর ভূঁঞা বাবলু রায়ের বিষয়টি নিশ্চিত করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের সেপ্টেম্বরে মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ এর গোলচত্বরের আল বারাকা হোটেলের সামনে থেকে আসামি মনিরুজ্জামান রুবেলকে গ্রেফতার করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে প্যান্টের সামনের ডান পকেটে মাদকদ্রব্য পাওয়া যায়। যার মূল্য প্রায় দুই লাখ টাকা।

এমআইএন/এমকেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।