শেখ হাসিনাসহ তিনজনের দণ্ড
বিচারক-রায় নিয়ে কটূক্তি ও ছবি সরাতে ট্রাইব্যুনালের নির্দেশ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার পর বিচার ও বিচারপতিদের নিয়ে অবমাননাকর সব বক্তব্য, ছবি এবং ভিডিও গণমাধ্যম-সামাজিক যোগাযোগ থেকে সরানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসিসহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের বিচারপতি ও বিচারকদের নিয়ে অবমাননাকর ও ব্যঙ্গাত্মক এসব ভিডিও, ছবি ও লেখা অপসারণ করে আগামী ৩ ডিসেম্বর বিটিআরসির চেয়ারম্যান ও তথ্যসচিবকে প্রতিবেদন দিতে বলেছেন ট্রাইব্যুনাল।
এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন মাধ্যমে, বিচারক ট্রাইবুনোলের বিচার ও রায় দিয়ে বিভিন্ন মন্তব্য চোখে পড়েছে বলে উল্লেখ করে সুয়োমোটো (স্বপ্রণোদিত) হয়ে রোববার (২৩ নভেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
পরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের জানান, স্বপ্রণোদিত হয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১-এর বিচারপতি-বিচারকদের নিয়ে অবমাননাকর ও ব্যঙ্গাত্মক সব ধরনের ভিডিও, ছবি ও লেখা অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) সংবাদপত্র, টেলিভিশনসহ গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে এসব ভিডিও, ছবি ও লেখা অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এফএইচ/এসএনআর/এমএস