আলতাফের মামলা স্থগিতের আবেদন চেম্বারে ‘স্ট্যান্ডওভার’


প্রকাশিত: ০৯:০৯ এএম, ১৮ এপ্রিল ২০১৭
ফাইল ছবি

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিল সংক্রান্ত আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত শুনানির আবেদন ‘স্ট্যান্ডওভার’ করা হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর অবকাশকালীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।

আদালতে আজ দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান। আলতাফ হোসেন চৌধুরীর আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন।

পরে খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ‘হাইকোর্ট আলতাফ হোসেন চৌধুরীর দুর্নীতির মামলা বাতিলে আবেদন খারিজ করেছিলেন। নিয়ম অনুযায়ী আলতাফ হোসেনের আত্মসমর্পণ করে জামিন নেয়ার কথা। পরে আপিলে আবেদন করবেন। কিন্তু আত্মসমর্পণ না করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়। বিষয়টি আদালতে উপস্থাপনের পর আদালত আবেদনটি চার সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার করেছেন।’

তিনি বলেন, ‘এর মধ্যে উনি আত্মসমর্পণ করবেন। এরপর স্থগিত আবেদনের শুনানি হবে।’

এর আগে ১২ এপ্রিল মামলা বতিলে রুল খারিজ করে রায় দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ঢাকার রমনা থানায় একটি মামলা করা হয়। চার্জশিট দায়ের করার পর আদালতে এ মামলার কার্যক্রম চলছিল।

এফএইচ/এনএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।