করোনায় মারা গেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর কাদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২০ পিএম, ১৬ এপ্রিল ২০২১

করোনা আক্রান্ত হয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর কাদের মারা গেছেন। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৬ এপ্রিল) ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট একেএম আমিন উদ্দিন মানিক জাগো নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি ক্যানসার আক্রান্ত হয়ে সিএমএইচ -এ চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে হাসপাতাল থেকে বাসায় এনে চিকিৎসা চলছিল। গত একসপ্তাহ থেকে তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। করোনা টেস্ট করলে রিপোর্ট ‘পজিটিভ’ আসে। এরপর তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তিনি আরও জানান, মনজুর কাদেরের স্ত্রীও সুপ্রিম কোর্টের আইনজীবী। মনজুর কাদেরকে সাতক্ষীরায় তাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে সমাহিত করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, অ্যাডভোকেট জেসমিন সুলতানাসহ আইনজীবীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এফএইচ/এমএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।