খেলার মাঠ ব্যতীত খোলা স্থানে পশুর হাট বসানোর নির্দেশনা চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ০৫ জুন ২০২৩
ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলা, গোলাপবাগ মাঠ, টিএনটি কলোনি মাঠসহ রাজধানীতে অবৈধভাবে কোরবানির পশুর হাট না বসানোর নির্দেশনা দিতে রিট আবেদন করা হয়েছে।

রিটে খেলার মাঠ ব্যতীত খোলা স্থানে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশ কেন দেওয়া হবে না সেই আর্জি জানানো হয়েছে। সঙ্গে সঙ্গে হাসিলের নামে অতিরিক্ত টাকা আদায় বন্ধেরও নির্দেশনা চাওয়া হয়েছে।

পুরান ঢাকার ধূপখোলা মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়েছে ইজারাদার প্রতিষ্ঠান। মাঠ খুঁড়ে, বাঁশ পুঁতে এবং ত্রিপল টানিয়ে গরু রাখার ফলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সেন্ট্রালাইজ করে গরুর হাট বসানোর দাবি জানানো হয়েছে রিটে।

আরিফুর রহমানের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিট করেন। রিটের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন আইনজীবী নিজেই।

হাইকোর্টের বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।

এফএইচ/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।