ব্র্যান্ডের জুতায় বিনিয়োগ করা কি উপকারী?

লাইফস্টাইল ডেস্ক
লাইফস্টাইল ডেস্ক লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২৬
তারেক জিয়ার পায়ে দেখতে পাওয়া ‘নাইকি রেভ্যুলোশন ৭’ জুতার রিভিউ পোস্ট থেকে নেওয়া ছবি

দামে বেশি বা ব্র্যান্ডের জিনিস মানেই তার মান ভালো হবে - এমন একটা ধারণা আমাদের সমাজে বেশ প্রচলিত। এই ধারণার ভিত্তিতেই অনেকে হাজার হাজার টাকা খরচ করে নিত্য ব্যবহার্য জিনিস কেনেন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তারেক জিয়ার একজোড়া নাইকি জুতা নিয়ে প্রসংশা-সমালোচনার ঝড় উঠেছে। এর মধ্যেই কেউ কেউ বলেছে এটি কোনো বড় বিষয় না, বরং সম্ভব হলে দাম দিয়েই জুতা কেনা উচিত। অন্যদিকে কেউ বলছেন - এটা নিছকই বিলাসিতা প্রদর্শন।

একাথাও সত্য যে, অনেকে ব্র্যান্ডের জিনিস কেনেন আভিজাত্য প্রকাশ করতে। কিন্তু জুতার ক্ষেত্রে এই বিষয়টা আসলে কতটা সঠিক? অনেক টাকা খরচ করে ব্র্যান্ডের জুতা কেনা কি বুদ্ধিমানের কাজ? এ বিষয়ে বিশেষজ্ঞরা কী বলছেন? চলুন জেনে নেওয়া যাক –

দামী জুতা পরার অর্থ যদি হয় উচ্চমানের উপাদান ও উন্নত প্রযুক্তিতে তৈরি জুতা, তবে এর বেশ কিছু বিশেষ স্বাস্থ্যগত এবং ব্যবহারিক উপকারিতা রয়েছে। গবেষণায় দেখা গেছে, ভালো মানের জুতায় বিনিয়োগ করলে দীর্ঘমেয়াদে তা সাশ্রয়ী ও স্বাস্থ্যের জন্য ইতিবাচক হয়।

ব্র্যান্ডের জুতায় বিনিয়োগ করা কি উপকারী?

তবে এর অর্থ শুধু ব্র্যান্ড নামের জন্য অহেতুক খরচ না। মানের অর্থ হলো জুতাটা কতটা আরামদায়ক, কী উপাদানে তৈরি, সোলটা কেমন ও পায়ের স্বাস্থ্যের জন্য ভালো কিনা। এসব মান নিয়ন্ত্রণ করতে গিয়ে জুতার দাম কিছুটা বেড়ে যায় ঠিক, কিন্তু সেগুলোকে ভালো বিনিয়োগ বলছেন বিশেষজ্ঞরা।

১. পায়ের সাপোর্ট
ভালো মানের জুতায় থাকে সঠিক আর্চ সাপোর্ট ও কুশনিং, যা হাঁটার সময় পায়ের চাপ সমানভাবে ভাগ করে দেয়। এতে পায়ের তলা ব্যথা, হিল পেইন বা প্লান্টার ফ্যাসাইটিসের ঝুঁকি কমে। সস্তা বা খারাপ জুতায় এই সাপোর্ট না থাকায় ধীরে ধীরে ব্যথা জমতে থাকে, যা অনেক সময় দীর্ঘমেয়াদি সমস্যায় রূপ নেয়।

২. হাঁটু, কোমর ও মেরুদণ্ডের সুরক্ষা
ভালো জুতা হাঁটু, কোমর ও মেরুদণ্ডকে সুরক্ষা দেয়। পা শরীরের ভিত্তি। পায়ের অবস্থান ঠিক না হলে তার প্রভাব পড়ে হাঁটু, কোমর এমনকি ঘাড় পর্যন্ত। গবেষণায় দেখা গেছে, ভুল জুতা ব্যবহারে হাঁটুর ওপর অতিরিক্ত চাপ পড়ে, যা অস্টিওআর্থ্রাইটিসের ঝুঁকি বাড়াতে পারে।

ব্র্যান্ডের জুতায় বিনিয়োগ করা কি উপকারী?

৩. পায়ের স্বাস্থ্য সুরক্ষা
আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পায়ের স্বাস্থ্যের সুরক্ষা। মানসম্মত জুতায় সাধারণত ভালো মানের উপাদান ব্যবহার করা হয়, যা বাতাস চলাচলে সাহায্য করে। এতে ঘাম জমে ফাঙ্গাল ইনফেকশন, দুর্গন্ধ বা ফোসকার ঝুঁকি কমে। অন্যদিকে নিম্নমানের সিনথেটিক জুতা পা ভেজা রেখে সংক্রমণের পরিবেশ তৈরি করে।

৪. দীর্ঘমেয়াদে সাশ্রয়
দীর্ঘমেয়াদে হিসাব করলে ভালো জুতা টাকার সাশ্রয়ও করে। সস্তা জুতা হয়তো কম দামে পাওয়া যায়, কিন্তু দ্রুত নষ্ট হয়ে যায়। ভালো মানের জুতা টেকসই হয়, বছরের পর বছর ব্যবহার করা যায়। ফলে বারবার জুতা বদলানোর প্রয়োজন পড়ে না।

৫. আরাম ও আত্মবিশ্বাস
সবশেষে আছে আরাম ও আত্মবিশ্বাস। আরামদায়ক জুতা পরলে হাঁটা সহজ হয়, ক্লান্তি কম লাগে, কাজের মনোযোগ বাড়ে। সারাদিন দাঁড়িয়ে বা হাঁটতে হয়-এমন মানুষের জন্য এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

সূত্র: হার্ভার্ড মেডিকেল, আমেরিকান পোডিয়াট্রিক মেডিকেল অ্যাসোসিয়েশন, মায়ো ক্লিনিক

এএমপি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।