আনন্দঘন ঈদ উপহার দিতে কাজ করছে সেনাবাহিনী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪২ এএম, ৩০ মার্চ ২০২৫
মহাসড়কে দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরা/ছবি: আইএসপিআর

সবার জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)।

শনিবার (২৯ মার্চ) আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, জনসাধারণের জানমালসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশব্যাপী নিরপেক্ষতা ও পেশাদারত্বের সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

আরও পড়ুন

jagonews24

আইএসপিআর জানায়, ৯ পদাতিক ডিভিশন ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলোতে নিরাপত্তা নজরদারি বৃদ্ধি করেছে, বিভিন্ন সময়ে শিল্পাঞ্চলের কারখানার মালিকদের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়ার ব্যবস্থা করছে এবং লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন ও বাসস্ট্যান্ডে নিরাপদ সেবা নিশ্চিত করছে।

একই সঙ্গে ঢাকা থেকে বহির্গামী ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ হাইওয়েসহ সব সড়কে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করে সবার জন্য একটি আনন্দঘন ঈদ উপহার দিতে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে একযোগে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

টিটি/ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।