রাজধানীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০১:০৮ পিএম, ০৫ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

ঢাকা-টঙ্গী রেলওয়ে স্টেশনের দক্ষিণ নতুন বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক নারী নিহত হয়েছেন। শনিবার (৫ এপ্রিল) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্নাহ্ জানান, আমরা খবর পেয়ে গতকাল সকালের দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন দক্ষিণ নতুন রাস্তার রেললাইনের ওপর থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, নিহত ওই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি ওই নারী রেললাইনের ওপর দিয়ে যাওয়ার সময় একটি ট্রেন ধাক্কা দিলে ওই ট্রেনের নিচে সে কাটা পড়ে।

এমআরএম/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।