সড়কে নেই যানজট, নির্বিঘ্নে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫০ এএম, ১০ এপ্রিল ২০২৫
এসএসসি পরীক্ষা শুরুর প্রথমদিনে রাজধানীর সড়কে যানজটের দেখা মেলেনি/ছবি জাগো নিউজ

সারাদেশে একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। তবে পরীক্ষাকে কেন্দ্র করে বিগত বছরগুলোতে রাজধানীর সড়কে তীব্র যানজটের দেখা মিললেও চলতি বছরের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। রাজধানীর প্রধান প্রধান সড়কের কোথাও দেখা মেলেনি যানজট। ফলে নির্বিঘ্নে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে পরীক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাজধানীর শ্যামলী, আগারগাঁও, বিজয়সরণি, জাহাঙ্গীরগেট, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকা ঘুরে যানজটবিহীন ফাঁকা সড়কের চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানীর বেশির ভাগ সড়কে নেই গাড়ির চাপ। নেই কোনো যানজট। প্রতিটা সিগন্যালে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালনের চিত্রও ছিল চোখে পড়ার মতো। তবে সিগন্যালগুলোতে অল্পসময়ের জন্য যানবাহনের অপেক্ষার চিত্র দেখা গেছে।

সড়কে নেই যানজট, নির্বিঘ্নে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা

এদিকে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে বিগত বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সঙ্গে আসা পরিবারে সদস্যদের ও অপেক্ষারত নিজস্ব পরিবহনের উপস্থিতির দেখা মেলেনি। ফলে পরীক্ষাকেন্দ্রগুলোর সামনে ও আশপাশের সড়কেও ছিল না যানজট।

বুধবার (৯ এপ্রিল) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এসএসসির কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জানানো হয়। এতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা ১০ এপ্রিল থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/১৯৭৬) এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। এই আদেশ ১০ এপ্রিল থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন পর্যন্ত বলবৎ থাকবে।

সড়কে নেই যানজট, নির্বিঘ্নে কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীরা

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ লাখ ২৮ হাজার ২৮১ জন পরীক্ষার্থী। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে ১৩ মে। আর মাদরাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে ১৫ মে। এরপর ২২ মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা।

শিক্ষা বোর্ডগুলোর প্রকাশিত সূচি অনুযায়ী, প্রথমদিন বৃহস্পতিবার (১০ এপ্রিল) দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীন কুরআন মাজিদ ও তাজবিদ এবং কারিগরি বোর্ডের বাংলা-২ (দাখিল ও ভোকেশনাল) পরীক্ষা হচ্ছে। সব বোর্ডের প্রথমদিনের পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কেআর/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।