রাত থেকে ঢাকায় আসবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০২ জুন ২০২৫
‘ক্যাটল স্পেশাল ট্রেন’

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের সুবিধার্থে আজ (২ জুন) দিবাগত মধ্যরাত থেকে ঢাকায় আসা শুরু করবে ‘ক্যাটল স্পেশাল ট্রেন’। বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে বিশেষ এ ট্রেনগুলো কোরবানির পশু নিয়ে রাজধানীতে প্রবেশ করবে।

ঈদকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের নেওয়া কর্ম পরিকল্পনা থেকে এ তথ্য জানা গেছে।

রেলওয়ের ঈদ কর্ম পরিকল্পনা অনুযায়ী, কোরবানির পশু পরিবহনের জন্য এবার ঈদে ৩টি ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালানো হবে। প্রতিটি ট্রেনে ব্রেকভ্যানসহ থাকবে মোট ২৬টি কোচ।

ক্যাটেল স্পেশাল-১, ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ২ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন ভোর সাড়ে ৬টায়।

ক্যাটেল স্পেশাল-২, ট্রেনটি জামালপুরের ইসলামপুর বাজার থেকে ২ জুন দুপুর ৩টা ৪০ মিনিটে ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৩ জুন রাত ১টা ৫০ মিনিটে।

ক্যাটেল স্পেশাল-৩ ট্রেনটি জামালপুরের দেওয়ানগঞ্জ বাজার থেকে ৩ জুন বিকেল ৫টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে ৪ জুন ভোর সাড়ে ৬টায়।

এনএস/এসএনআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।