চট্টগ্রামে কিশোরদের সংঘর্ষ থামাতে গিয়ে প্রাণ গেল যুবদল নেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম থেকে
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ০৪ জুলাই ২০২৫

চট্টগ্রামের রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নে কিশোরদের দুই গ্রুপের সংঘর্ষ থামাতে গিয়ে মুহাম্মদ আলমগীর (৪৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে উরকিরচরে এ ঘটনা ঘটে। আলমগীর উরকিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমগীর গ্রামে একটি মুরগির দোকানে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তার দোকানের সামনে ধূমপানকে কেন্দ্র করে ১৪ থেকে ১৬ বছর বয়সী কিশোরদের দুটি গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়। প্রায় ১৫ জন কিশোরের ওই সংঘর্ষ থামাতে তিনি এগিয়ে গেলে তার বুকে একটি ঘুষি লাগে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম নগরের আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই মুহাম্মদ রফিক জানান, দুই গ্রামের কিশোরদের মধ্যে চলা মারামারির সময় তার ভাই সমঝোতার চেষ্টা করছিলেন। ঘুষির আঘাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা ঘুষির আঘাতে তার মাটিতে পড়ে যাওয়ার কথা জানিয়েছেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, হৃদরোগে তার মৃত্যু হয়েছে। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএমএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।