২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৭ পিএম, ২০ জুলাই ২০২৫
২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে তারেক-মাসুদ/ছবি-সংগৃহীত

২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক হিসেবে নেতৃত্বে এসেছেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় ঢাকায় পুলিশ অফিসার্স মেসে ব্যাচের উপস্থিত সদস্যরা নির্বাচনের মাধ্যমে আগামী ২ বছরের জন্য সভাপতি ও সম্পাদক পদে তাদের নির্বাচিত করেন।

এ সময় নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন এসপি মোহাম্মদ লুৎফুল কবির চন্দন, এসপি মো. মোতাহার হোসেন এবং এসপি কামারুম মুনিরা।

অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি শিগগির ঘোষণা করা হবে বলেও জানান নবনির্বাচিত কমিটির নেতৃত্বদানকারীরা।

কেআর/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।