‘নিজেদের ঘরের মতো পরিচ্ছন্ন রাখতে হবে এই শহর’


প্রকাশিত: ০৮:৩০ এএম, ২৬ মার্চ ২০১৭

‘এই শহর আমাদের সবার, নিজেদের বাড়ি-ঘরের মতো করে এই শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে’। এ কথা উল্লেখ করে নিজ নিজ জায়গা থেকে শহরকে পরিচ্ছন্ন করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন।

রোববার মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় তিনি শিক্ষার্থীদের প্রতি এ আহ্বান জানান।

স্কুলটির ৭১ অবিনাশী সত্ত্বা সংগঠনের আয়োজনে রাজধানীর রমনা এলাকার স্বনামধন্য প্রতিষ্ঠানকে নিয়ে বেইলী রোডের মূল ক্যাম্পাসে চিত্রাঙ্কন, ভাস্কর্য, কুইজ, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

মেয়র সাঈদ খোকন বলেন, এই শহর আমাদের, তাই এটা পরিচ্ছন্ন রাখতে তোমাদেরও (শিক্ষার্থীদের) ভূমিকা রাখতে হবে। একজন মেয়রের পক্ষে এককভাবে শহরটাকে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয় তাই তোমরা নিজ নিজ জায়গা থেকে পরিচ্ছন্ন রাখবে। চকলেট, চিফস খেয়ে খোসাগুলো ওয়েস্টবিনে ফেলবে। আর বাবা মা বলবে বাসার ময়লা-আবর্জনা যেন সন্ধ্যার পরে আবর্জনা সংগ্রহকারীদের দেয়। আমারা সবাই মিলে চেষ্টা করলেই শহরকে পরিচ্ছন্ন রাখা সম্ভব।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা আজ স্বাধীনতা ভোগ করছি। প্রধানন্ত্রী শেখ হাসিনের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আরও এগিয়ে যাব। আগামীতে তোমারাই দেশের নেতৃত্বে আসবে। আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এটা কিছু মহল এটা সহ্য করতে না পেরে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে।

ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসাম্মাৎ সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এএস/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।