কামরুলের পদত্যাগ করা উচিত : বিএনপি


প্রকাশিত: ০৭:০৫ এএম, ৩০ জুন ২০১৫

পচা গম আমদানির ঘটনায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

মঙ্গলবার দুপুরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

স্ব-পদে বহাল থেকে নাম মাত্র তদন্ত করায় এটা স্বচ্চ নিরপেক্ষ হয়নি দাবি করে রিপন বলেন, গরীব মানুষদের জন্য পচা গম আমদানি করে কামরুল যে কেলেঙ্কারীর ঘটনা ঘটিয়েছেন এজন্য মন্ত্রীসভা থেকে তাকে বাদ দিলে সরকারের ভাবমূর্তি আরো বাড়বে।

পচা ও খারাপ গম রিসিভ না করায় পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, গরীব মানুষের জন্য এসব গম এনে তাদের সঙ্গে রসিকতা করা হয়েছে।
রিপন বলেন, দুর্নীতিবাজ মন্ত্রীকে মন্ত্রীসভায় রাখলে সরকারের ভাবমুর্তি কমে যায়, এটা সরকারের বোঝা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মির্জা ফখরুলকে পরিচ্ছন্ন, মার্জিত ও সুশিক্ষিত নেতা দাবি করে আসাদুজ্জামান রিপন বলেন, আইন স্বাভাবিক গতিতে চলছে না। রাজনীতিবিদদেরকে ক্রিমিনাল বানানো হচ্ছে। রাজনীতিবিদদেরকে খলনায়নক হিসেবে প্রতিষ্ঠা করা সবা দলের জন্য খারাপ হবে।

মির্জা ফখরুলকে সর্বোচ্চ আদালত থেকে নানা টাল বাহানা করে আটকে রাখায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জিয়াউর রহমান, বিএনপির সহ-সাংগঠনিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন প্রমূখ।

এমএম/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।