টি-টোয়েন্টি ট্রফিও পাকিস্তানের


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০২ আগস্ট ২০১৫

শনিবার কলম্বোতে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ১ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ফলে ২ ম্যাচ সিরিজে তারা ২-০-এ জিতে গেল। এর আগে টেস্ট ও একদিনের সিরিজেও পাকিস্তান জয়ী হয়েছিল।

দ্বিতীয় টি২০ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে করেছিল ৭ উইকেটে ১৭২ রান। নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ইনজুরিতে পড়ায় এই ম্যাচে স্বাগতিকদের নেতৃত্ব দিয়েছেন পেসার লাসিথ মালিঙ্গা। সর্বোচ্চ ৪৮ (নটআউট) রান করেছেন চামারা কাপুগেদারা। এ ছাড়া ৪০ রান করেছেন সিহান জয়সুরিয়া।

পাকিস্তানের পক্ষে সর্বাধিক ২ উইকেট নিয়েছেন শোয়েব মালিক। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪০ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়েছে পাকিস্তান। তবে অধিনায়ক শহীদ আফ্রিদির ব্যাটে ম্যাচে ফিরেছে তারা। ২২ বলে ৪৫ রান করে আফ্রিদি বোল্ড আউট হলে ফের হারের শঙ্কা ভর করে পাকিস্তান শিবিরে। কিন্তু আউট হওয়ার আগে পেসার আনোয়ার আলী মাত্র ১৭ বলে ৪৬ রানের ইনিংস খেলে সব হিসেব পাল্টে দিয়েছেন। এরপর ১৯তম ওভারের শেষ বলে সোহেল তানভির রান আউট হলে পাকিস্তানের নবম উইকেটের পতন ঘটে।

পাকিস্তানের প্রয়োজন তখন শেষ ৬ বলে ৫ রান। দুই দলের জন্যই ম্যাচে জয়-পরাজয়ের পাল্লাটা ফিফটি-ফিফটি হয়ে পড়েছে। এই অবস্থায় ১৪ বলে ২৪ রান করা ইমাদ ওয়াসিম বিনুরা ফারনান্দোকে ছক্কা মারলে ৪ বল বাকি থাকতে জয় পেয়েছে পাকিস্তান। আফ্রিদিরা মেতে উঠেছেন শিরোপা উৎসবে। আর টেস্ট, ওয়ানডে ও টোয়েন্টি২০ মিলিয়ে সিরিজে কোনো শিরোপা জিততে না পারার হতাশায় পুড়েছে শ্রীলঙ্কানরা।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।