উচ্চশিক্ষাকে আরো বাজারমুখী করতে হবে


প্রকাশিত: ০১:৩১ পিএম, ০৭ আগস্ট ২০১৫

সামাজিক চাহিদা পূরণে আমাদের আন্তরিক হতে হবে এবং উচ্চশিক্ষাকে আরো বাজারমুখী করতে হবে। এক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা নিরসনেও আমাদের আরো ভূমিকা রাখতে হবে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে `উচ্চশিক্ষায় কৌশলগত ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্ব` শীর্ষক দু’দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য দেশে উচ্চশিক্ষার সার্বিক চিত্র পরিবর্তনে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য অ্যাকাডেমিক প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত জনবল তৈরি এবং বিশ্ব র্যাংকিংয়ে নিজেদের অবস্থান উন্নত করতে অবশ্যই আমাদের শিক্ষার গুণগত মান বাড়াতে হবে।

উন্নত সমাজ গঠন ও বিশ্বমানের গ্র্যাজুয়েট তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিভাগ, গবেষণা কেন্দ্র ও কোর্স চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার জাতীয় প্রবৃদ্ধি অর্জনে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সরকারের পরিকল্পনা বাস্তবায়নে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে সহায়ক ভূমিকা পালন করতে হবে। এই সম্মেলন কৌশলগত ব্যবস্থাপনা ও কার্যকর নেতৃত্ব গঠনে দিক নির্দেশনা প্রদান করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি।

উপাচার্য জাতীয় শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
 
অনুষ্ঠানে আমেরিকান সেন্টারের পরিচালক মিস অ্যান বি ম্যাককোনেল বলেন, শিক্ষার প্রসারে আমেরিকা এবং বাংলাদশেকে একত্রে কাজ করতে হবে। সবার আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার মানকে আরো উন্নিত করা সম্ভব।

আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এই জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়। এআইবিএস-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. গোলাম এম মাতবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এআইবিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. এ এস এম আতীকুর রহমান ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন এআইবিএস-এর আবাসিক সমন্বয়ক সৈয়দা নূর-ই-রায়হান।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই সম্মেলনে সারাদেশের প্রায় ২০০ একাডেমিক প্রশাসক অংশগ্রহণ করছেন।

এমএইচ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।