কুমিল্লায় হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ৩১ আগস্ট ২০১৫
ট্রাক উল্টে নিহত ও আহতের পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার কোটবাড়ী নন্দনপুর এলাকায় টিন বোঝাই ট্রাক উল্টে নিহত ৭ জন ও আহত ৪ জনের পরিবারকে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে ময়নামতি হাইওয়ে থানায় উপস্থিত হয়ে নিহতদের প্রত্যেককে ১০ হাজার টাকা এবং আহতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. আব্দুল্লাহ আল-মামুন, হাইওয়ে পূর্বাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মো. সোলায়মান মিয়া, আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেলাল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, কোতোয়ালী মডেল থানা পুলিশের ওসি মো. আব্দুর রব।

নিহত ও আহতদের স্বজনরা জেলা প্রশাসকের কাছ থেকে সহায়তার টাকা গ্রহণ করেন। এদিকে সোমবার বিকেল পর্যন্ত দুর্ঘটনার ফলে সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে থানা ও হাইওয়ে পুলিশের চেষ্টা অব্যাহত ছিল।

ময়নামতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে জানান, যানজট কমে আসলেও মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, দুপুরে নিহতদের মধ্যে আসলাম ও জাহিদুল ইসলাম নামে দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর ৫ জনের মরদেহ বিনা ময়নাতদন্তে নিহতদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

# কুমিল্লায় ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে ৭

কামাল উদ্দিন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।