চট্টগ্রামে বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২১ পিএম, ০৯ মে ২০২১
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকায় এসআলম পরিবহনের একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে থানার কল্পলোক আবাসিকের সামনে ৫ নম্বর ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চট্টগ্রামের বোয়ালখালীর আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের বাসিন্দা মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে আবু বক্কর (৪৮) এবং চন্দনাইশের বরকল ইউনিয়নের বাসিন্দা ওসমান গণির ছেলে মফিজ উদ্দিন (৩৭)।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাকলিয়া থানা এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত দু’জনকে হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

মিজানুর রহমান/এআরএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।