সার্চ কমিটির তৃতীয় বৈঠক চলছে
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে তৃতীয় বৈঠকে বসেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। ধারণা করা হচ্ছে, ইসি গঠনে রাজনৈতিক দলগুলো যেসব ব্যক্তির নাম প্রস্তাব করেছে বৈঠকে সেগুলো পর্যালোচনা করা হবে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে ৫টায় এ বৈঠক শুরু হয়, যা এখনো চলছে।
এর আগে নির্বাচন কমিশন গঠনে পরামর্শ নিতে দেশের চার জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক করে সার্চ কমিটি। এর আগে আরও তিন দফা বিশিষ্ট নাগরিক ও সাংবাদিকদের সঙ্গে আলোচনা হয় সার্চ কমিটির।
এর আগে ১২ ফেব্রুয়ারি প্রথম দফায় বৈঠক করে সার্চ কমিটি। তখন কমিটি দেশের বিশিষ্টজনের মতামত নেয়। পরের দিন ১৩ ফেব্রুয়ারি বিকেলে বিশিষ্টজনের মতামত নিতে ফের বৈঠক হয়। এই দুদিনের বৈঠকে অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
এসব বৈঠকে সার্চ কমিটির কাছে ৩২২টি নাম প্রস্তাব আসে। যা সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশ করা হয়।
‘প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ অনুসারে নির্বাচন কমিশন গঠনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এ বিষয়ে গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম পেশ করতে হবে। তারা ১০ জনের নাম প্রস্তাব করবে। আর রাষ্ট্রপতি সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন।
গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এদিকে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ ১৪ ফেব্রুয়ারি শেষ হয়েছে।
এফএইচ/জেডএইচ/এএসএম