করোনা আক্রান্ত নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২৭ জুন ২০২২
নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা/ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। তবে তিনি সুস্থ আছেন এবং বাসায় আইসোলেশনে আছেন।

সোমবার (২৭ জুন) দুপুরে তিনি নিজেই জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। করোনা শনাক্ত হলেও তার কোনো উপসর্গ নেই বলে জানান তিনি।

কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেন, বৃহস্পতিবার (২৩ জুন) আমার করোনা পজিটিভ শনাক্ত হয়। পদ্মা সেতু উদ্বোধনের দিনও টেস্ট করতে দিয়েছিলাম। ওই দিনও পজিটিভ আসে। এ কারণে পদ্মা সেতুর উদ্বোধনীতে প্রধানমন্ত্রীর সুধী সমাবেশে যোগ দিতে পারিনি।

এইচএস/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।