নেপালকে সমীহ করছে ক্ষুদে টাইগাররা


প্রকাশিত: ০৯:৪৭ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে শুক্রবার প্রথমবারের মত সেমিফাইনাল খেলার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশের যুবারা। প্রতিপক্ষ নেপাল। টুর্নামেন্টে দারুণ খেলে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সহযোগী দেশটি। শক্তির দিকে দুর্বল হলেও নেপালকে সমীহ করছে ক্ষুদে টাইগাররা। নিজেদের সেরাটা দিয়েই জয় তুলে নিবেন বলে জানান দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলন শেষে অধিনায়ক বলেন, ‘নেপাল সম্পর্কে আমরা জানি। ওদেরকে সহজভাবে নেওয়ার কিছু নেই। ওরা যেহেতু গ্রুপ পর্বে ভালো খেলে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে, অবশ্যই তারা ভালো দল। ওদের হালকাভাবে নিলে আমাদের সমস্যা হবে। যে ভাবে দিনে দিনে উন্নতি করছি, যেভাবে চলছে, ওই প্রসেসে থাকব। ইনশা আল্লাহ ভালো কিছু হবে।’

নিজেদের প্রসেস ঠিক রাখার পাশাপাশি নেপালের শক্তিশালী দিকগুলো নিয়েও কাজ করছে বাংলাদেশ। তবে নিজেদের মানসিকতা ইতিবাচক হলে সহজ জয় পাবেন বলেই ধারণা অধিনায়কের। এই প্রসঙ্গে বলেন, ‘ওদের ব্যাটসম্যানরা শুরুতে শট খেলতে চায়। ওদের একটা-দুইটা ভালো বোলার আছে। তবে আমাদের ভালো খেলার মানসিকতা থাকতে হবে।’

উল্লেখ্য, শুক্রবার সকাল ৯ টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।