জবি চারুকলা বিভাগের নবীনবরণ ও ওরিয়েন্টেশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের উদ্যোগে নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০১৬ অনুষ্ঠিত হয়েছে । বুধবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
‘আনন্দ লোকে ... মঙ্গলা লোকে....’ সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। চারুকলা থেকে পাস করা শিক্ষার্থীরা যাতে প্রকৃত শিল্পী হতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে প্রধান অতিথির বক্তব্য উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, “প্রকৃত শিল্পী হতে হলে মূলত সৃজনশীল হতে হবে। সৃজনশীলতার মধ্য দিয়ে একজন শিল্পী তার অন্তঃসত্ত্বা খুঁজে পায়। এ বিভাগের শিক্ষার্থীদের দার্শনিক মনোভাব সম্পন্ন হতে হবে, ভালো মন্দের বিভেদ বুঝতে হবে ও শিল্পবোধ থাকতে হবে।”
তিনি আরো বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক ক্যানভাসে নিয়ে আসার ক্ষেত্রে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা অগ্রগণ্য ভূমিকা পালন করতে পারে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম এবং রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বজুলর রশিদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহা. আলপ্তগীন। এসময় সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা, ছাত্র-কল্যাণ পরিচালক সহ চারুকলা বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সমবেত সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।
এসএম/এসকেডি/এবিএস