রাজশাহীতে ছাত্রলীগের মারপিটে পুলিশ সদস্য আহত


প্রকাশিত: ০২:০২ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

রাজশাহী মহানগরীর নিউ গভমেন্ট ডিগ্রি কলেজে ছাত্রলীগের মারপিটে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। রাজু (২৩) নামে ওই পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসের শহীদ মিনার চত্বরে এ ঘটনা ঘটে।
 
পুলিশ সদস্য রাজু রাজশাহী মেট্রোপলিট্রন পুলিশের দাঙ্গা পুলিশ হিসেবে নগরীর বিনোদপুর এলাকায় কর্মরত আছেন। বর্তামানে তিনি ছুটিতে থেকে নিউ গভমেন্ট ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্র থেকে অনার্স পরীক্ষা দিচ্ছিলেন। সে রাজশাহী কলেজের বাংলা প্রথম বর্ষের শিক্ষার্থী।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশ সদস্য রাজু বুধবার কলেজে আসেন অনার্স পরীক্ষা দেয়ার জন্য। পরীক্ষা শেষে তিনি শহীদ মিনারের সিঁড়িতে বসে ছিলেন। ওই সময় কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মীরা এসে তাকে শহীদ মিনারে বসতে নিষেধ করে। এসময় রাজু ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন।
 
এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে মারপিট করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে ভর্তি করায়।  
 
রাজু জানায়, নিউ গভমেন্ট ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পীসহ ৫ থেকে ৬ জন তাকে মারপিট করেন।

এ বিষয়ে রাজপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের নাম ও ঠিকানা জোগাড়ের চেষ্টা চলছে। আহত কনস্টেবল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মামলা করা হবে।

শাহরিয়ার অনতু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।