ইউপির প্রার্থী চূড়ান্তে স্থানীয়দের সুপারিশ প্রাধান্য পাবে
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নে স্থানীয়দের সুপারিশকেই প্রাধান্য দেবে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে ইউপি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই মোট পাঁচজন মিলে প্রার্থীর নাম অনুমোদন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবে। তাদের সুপারিশকে আমলে নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এবার মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউপিতে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।
এএইচ/এবিএস