ইউপির প্রার্থী চূড়ান্তে স্থানীয়দের সুপারিশ প্রাধান্য পাবে


প্রকাশিত: ১১:৪১ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রার্থী মনোনয়নে স্থানীয়দের সুপারিশকেই প্রাধান্য দেবে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানিয়েছেন।  

তিনি বলেন, মনোনয়নের ক্ষেত্রে ইউপি বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এই মোট পাঁচজন মিলে প্রার্থীর নাম অনুমোদন করার জন্য কেন্দ্রে সুপারিশ করবে। তাদের সুপারিশকে আমলে নিয়ে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।  
 
উল্লেখ্য, বৃহস্পতিবার নির্বাচন কমিশন প্রথমবারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করে। এবার মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউপিতে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ।

এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।