প্রকাশ হলো জয়ার কথায় নীল চাঁদোয়া


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে গেল প্রকাশ হয়েছে গীতিকবি জয়া জাহান চৌধুরীর কথা দিয়ে সাজানো মিক্সড অডিও অ্যালবাম ‌‘নীল চাঁদোয়া’। গেল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় লেজার ভিশনের আয়োজনে অ্যালবামটির মোড়ক উন্মোচন হয়।

অনুষ্ঠানে গীতিকবিকে শুভকামনা জানাতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন সাধারন- সম্পাদক, আওয়ামী স্বাধীনতালীগ, মোঃ ফেরদৌস আলমগীর- চেয়ারম্যান বাগদাদ গ্রুপ, বাংলাদেশের খ্যাতিমান ভাস্কর শিল্পী মৃনাল হক, বিশিষ্ট জিঙ্গেল নির্মাতা রিপন খান, সংগীত শিল্পী শহীদ ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী কামাল আহমেদসহ আরো অনেকে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম, অ্যালবামটির সংশ্লিষ্ট কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট মডেল ও অভিনেতা অন্তু করিম।

উল্লেখ্য, গীতিকবি জয়া জাহান চৌধুরীর কথায় অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী, শহীদ, নির্ঝর, রাফি, প্রত্যয় খান, আরিফ, আপন, এম এস রানা, সাজিদ, শশী ও আনিসা। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রাজেশ ঘোষ, পংকজ, আরিফ, রাফি ও প্রত্যয় খান এবং অ্যালবামটিতে মোট ১০টি মেলোডি ধাঁচের গান রয়েছে।

অ্যালবামটির গানগুলি সব ধরনের শ্রোতাদের ভালো লাগবে বলে গীতিকবি জয়া জাহান চৌধুরীর বিশ্বাস।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।