শাবিতে লক্ষাধিক টাকার মালামাল চুরি


প্রকাশিত: ০৭:৩২ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০১৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা দফতরে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে শারীরিক শিক্ষা ভবনে এ চুরির ঘটনা ঘটে । এ সময় চোররা দুইটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, তিনটি মাইকসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

তবে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও শারীরিক শিক্ষা ভবনের যৌথভাবে দায়িত্বে থাকা প্রহরী মো. সেবুল মিয়া কিছুই টের পায়নি।

শারীরিক শিক্ষা দফতরের পরিচালক চৌধুরী সাউদ বিন আম্বিয়া বলেন, ভবনের নীচতলায় অবস্থিত মেয়েদের ব্যায়ামাগারের উত্তর দিকে বাথরুমের গ্রিল কেট দুর্বৃত্তরা ঢুকে দুইটি ল্যাপটপ, একটি স্ক্যানার মেশিন, তিনটি মাইকসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে। তাছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য রাখা জার্সিও নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ব্যাপারে জালালাবাদ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অমিত সাহা বলেন, শারীরিক শিক্ষা দফতরে চুরির খবর পেয়ে আমরা প্রাথমিকভাবে তদন্ত করেছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ করলে অমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।

Sust-Churi

পুরো ক্যাম্পাস সিসিটিভির আওতায় থাকার পরও বিশ্ববিদ্যালয়ে চলতি বছরেই চারটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগীত বিষয়ক সংগঠন রিমের প্রায় ৯০ হাজার টাকা মূল্যের বাদ্যযন্ত্র চুরি, ড. এম ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবন থেকে কম্পিউটার যন্ত্রাংশ চুরি এবং পরিসংখ্যান বিভাগের কম্পিউটার ল্যাবের যন্ত্রাংশ চুরির ঘটনা উল্লেখযোগ্য। এ ধরনের ঘটনা ঘটলেও এ ব্যাপারে প্রশাসনের কোন কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববদ্যিালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. রাশেদ তালুকদার বলেন, ক্যাম্পাসে চুরির ঘটনা কোনভাবেই মেনে নেয়া যায় না। আগের ঘটনাগুলোতে শক্ত পদক্ষেপ নেয়া হয়নি। শারীরিক শিক্ষা ভবনের চুরির ঘটনা জানার পরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আমরা অারো কঠোর ব্যবস্থা নিব।

আব্দুল্লাহ আল মনসুর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।